প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ | প্রাকৃতিক বিপর্যয় ও ছাত্রসমাজ

প্রাকৃতিক দুর্যোগ হলো এমন সব ভৌগোলিক ও আবহাওয়াজনিত ঘটনা, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সুনামি— সবই প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ। তাই আজকের পোস্টে উপস্থাপন করলাম প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ বা প্রাকৃতিক বিপর্যয় রচনা দিলাম।

প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ | প্রাকৃতিক বিপর্যয় ও ছাত্রসমাজ

ভূমিকা: 

প্রকৃতি অনিয়ন্ত্রিত এক মহা শক্তি। সে কখন রুষ্ট হয় তা কেউ বলতে পারে না। প্রাগৌতিহাসিক কাল থেকে এখনো পর্যন্ত প্রকৃতির তান্ডবলীলা অব্যাহত। প্রকৃতির এই ধ্বংস লীলার মধ্যে থেকেই নতুনের সৃষ্টি হয়েছে। এই ভাবে যুগের পর যুগ ধরে এই পৃথিবী এগিয়ে চলেছে। 

প্রাকৃতিক দুর্যোগে ছাত্রছাত্রীদের ভূমিকা: 

নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ হয় – ভূমিকম্প, বন্যা, ঝড়, দাবানল, ইত্যাদি। এসব এত ই প্রবল ও অনিবার্য যে, এগুলিকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। তবে তাৎক্ষনিক উদ্ধারকার্য ও স্থায়ী পুনর্বাসনের জন্যে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এ ব্যপারে সরকার ও প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলির পাশাপাশি ছাত্রছাত্রীরাও উল্লেখযোগ্য অংশ নিতে পারে। তাদের পড়াশোনার বাইরে এই কাজে এগিয়ে আসা উচিত। 

ভূমিকম্পের মোকাবিলা:

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক উদ্ধার কার্যে সামরিক বাহিনী, অসামরিক বিভাগের দায়িত্ব সর্বাধিক। ছাত্রছাত্রীদের কাজ হবে সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবীর সঙ্গে হাত মিলিয়ে সেবার কাজে ঝাপিয়ে পড়া। স্ট্রেচারে করে প্রতিটি আহত মানুষকে নিয়ে যেতে হবে অস্থায়ী চিকিৎসা শিবিরে।তাদের জন্য ওষুধের ব্যবস্থা যেমন করতে হবে, তেমনি ব্যবস্থা করতে হবে পথ্য ও আহারের। 

বন্যার মোকাবিলা: 

আমাদের এই বানভাসি দেশে বন্যার প্রকোপ খুবই বেশী। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে দেশের তরুণ ছাত্রসমাজকে। বন্যাতদের বাঁচিয়ে তুলতে ,তাদের ঔষধ ও খাদ্যের ব্যবস্থা করতে সরকারের সাহায্যর পাশাপাশি আমাদের জনসমাজ ও ছাত্রসমাজ যদি এগিয়ে না আসে তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। 

বিভিন্ন ধরনের দুর্যোগ: 

হঠাৎ আগুন লাগার কথা ঘটনাকেও প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত করা যায়। আবার পাহাড়ি এলাকায় ধস ও অন্যতম দুর্যোগ। বিশেষ করে বর্ষাকালে ধস নিত্যকার ঘটনা, ওইসব অঞ্চলে ছাত্রছাত্রীরা উদ্ধার ও পুনর্গঠনের কাজে অংশ নিতে পারে। কেননা সরকারী সাহায্য সবত্র তৎক্ষানিক পৌছায়না। এই সময় ছাত্র ও তরুণ সমাজ উদ্ধার কার্যে অগ্রসর হলে জনগনের কষ্ট লাঘব হয়। 

ছাত্রসমাজের কর্তব্য: 

আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের অভাব নেই। আমরা দেখছি কোথাও খনির ধসে মানুষ সমাধিস্থ হচ্ছে মাটির নীচে, আবার কোথাও আকস্মিক সুনামিতে লক্ষ লক্ষ লোক মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে। নিশ্চিত মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া তখন যেন আর কোনো উপায় থাকে না। কিন্তু ভুললে চলবে না, ওই অবস্থা থেকে মানুষই পারে মানুষকে বাঁচাতে। এবং ওই মানুষদের ভিতর ছাত্রসমাজের ভূমিকা সবচেয়ে জরুরী হয়ে পড়ে। 

উপসংহার: 

বলা বাহুল্য, ছাত্রসমাজ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজে সদা তৎপর। তাদের তরুণ মন এবং অপরিসীম শক্তি বিপন্ন মানুষকে বিপদ কাটিয়ে সুস্থ নিরাপদ জীবনে টেনে আনতে পারে। তাই ছাত্রসমাজের ওপর আমরা গভীর আশা রাখি। 

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!