সেরা ৪০টি ভূগোল (Geography) জিকে প্রশ্ন ও উত্তর (Part-4) – WBCS, SSC ও Rail পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন

আমাদের Static GK Series-এর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম! ইতিহাস আমাদের অতীত শেখায়, বিজ্ঞান আমাদের যুক্তি শেখায়, আর ভূগোল (Geography) আমাদের নিজেদের দেশ ও পরিবেশকে চিনতে শেখায়।

সরকারি চাকরির পরীক্ষায় ভূগোলের প্রশ্নগুলো সাধারণত ‘ম্যাপ-ভিত্তিক‘ বা ‘তথ্য-ভিত্তিক‘ হয়। যেমন—কোন নদী কোথায় মিশেছে, কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী, বা কোন রাজ্যে স্বাক্ষরতার হার বেশি। তথ্যের এই গোলকধাঁধায় যাতে আপনি হারিয়ে না যান, তাই আমরা বিগত বছরের প্রশ্ন ঘেঁটে সেরা ৪০টি ভূগোল জিকে তৈরি করেছি। এতে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল—উভয়ই কভার করা হয়েছে।

ভারতের ভূগোল (নদ-নদী ও পর্বত) – সর্বাধিক গুরুত্বপূর্ণ

১) ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? 

উঃ ইন্দিরা পয়েন্ট (নিকোবর দ্বীপপুঞ্জ)।

২) ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? 

উঃ গডউইন অস্টিন বা K2 (কারাকোরাম পর্বতমালা)। (নোট: কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ)

৩) কোন নদীকে ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ বলা হয়? 

উঃ গোদাবরী নদীকে (দৈর্ঘ্যের বিচারে)।

৪) পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? 

উঃ সুন্দরবন বদ্বীপ (গঙ্গা-ব্রহ্মপুত্র)।

৫) ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? 

উঃ আরাবল্লী পর্বতমালা।

৬) ‘কর্কটক্রান্তি রেখা’ (Tropic of Cancer) ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? 

উঃ ৮টি রাজ্যের ওপর দিয়ে।

৭) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ (Tiger) পাওয়া যায়? 

উঃ মধ্যপ্রদেশ (একে ‘Tiger State’ বলা হয়)।

৮) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক (National Highway) কোনটি? 

উঃ NH-44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী)।

৯) ভারতের সর্বোচ্চ বাঁধ (Highest Dam) কোনটি? 

উঃ তেহরি বাঁধ (উত্তরাখণ্ড)।

১০) কোন রাজ্যকে ‘ভারতের চিনির বাটি’ (Sugar Bowl) বলা হয়? 

উঃ উত্তরপ্রদেশ।

১১) ধুঁয়াধার জলপ্রপাত (Dhuandhar Falls) কোন নদীর ওপর অবস্থিত? 

উঃ নর্মদা নদী (মধ্যপ্রদেশ)।

১২) ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? 

উঃ ব্যারেন দ্বীপ (আন্দামান)।

১৩) মাজুলি দ্বীপ (পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ) কোন নদীতে অবস্থিত? 

উঃ ব্রহ্মপুত্র নদ (আসাম)।

১৪) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? 

উঃ আহমেদাবাদ।

১৫) লোকটাক হ্রদ (Loktak Lake) কোথায় অবস্থিত? 

উঃ মনিপুর (এখানেই কেবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান আছে)।

Read more- সেরা ৪০টি Static GK প্রশ্ন ও উত্তর (2025 Special)

সৌরজগৎ ও সাধারণ ভূগোল

১৬) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? 

উঃ বৃহস্পতি (Jupiter)।

১৭) কোন গ্রহকে ‘লাল গ্রহ’ (Red Planet) বলা হয়? 

উঃ মঙ্গল গ্রহ।

১৮) পৃথিবীর যমজ গ্রহ (Twin Planet) কাকে বলা হয়? 

উঃ শুক্র গ্রহ (Venus)।

১৯) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী? 

উঃ সিসমোগ্রাফ (Seismograph)।

২০) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? 

উঃ বুধ (Mercury)।

২১) বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া মণ্ডলী (ঝড়-বৃষ্টি) দেখা যায়? 

উঃ ট্রপোস্ফিয়ার (Troposphere)।

২২) ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? 

উঃ স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)।

২৩) পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? 

উঃ প্রশান্ত মহাসাগর।

২৪) সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? 

উঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

পশ্চিমবঙ্গ ভূগোল (WBCS ও রাজ্য পরীক্ষার জন্য)

২৫) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 

উঃ সান্দাকফু (৩৬৩৬ মিটার)।

২৬) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ধানের গোলা’ বলা হয়? 

উঃ পূর্ব বর্ধমান।

২৭) পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? 

উঃ ভাগীরথী-হুগলি (গঙ্গা)।

২৮) দামোদর নদকে কোন রাজ্যের ‘দুঃখ’ বলা হয়? 

উঃ বাংলা বা পশ্চিমবঙ্গের দুঃখ।

২৯) পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? 

উঃ ৩টি (বাংলাদেশ, নেপাল, ভুটান)।

৩০) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায়? 

উঃ পুরুলিয়া।

৩১) ‘সিটি অফ জয়’ (City of Joy) কাকে বলা হয়? 

উঃ কলকাতাকে।

৩২) তরাই ও ডুয়ার্স অঞ্চলকে বিভক্ত করেছে কোন নদী? 

উঃ তিস্তা নদী।

৩৩) মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? 

উঃ বীরভূম (দুবরাজপুর)।

৩৪) অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? 

উঃ পুরুলিয়া।

বিবিধ ও জনগণনা (২০১১)

৩৫) ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? 

উঃ উত্তরপ্রদেশ।

৩৬) ভারতের কোন রাজ্যে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি? 

উঃ কেরালা।

৩৭) ম্যাকমোহন লাইন (McMahon Line) কোন দুটি দেশের সীমানা? 

উঃ ভারত ও চীন।

৩৮) র‍্যাডক্লিফ লাইন (Radcliffe Line) কোন দুটি দেশের সীমানা? 

উঃ ভারত ও পাকিস্তান।

৩৯) ভারতের মশলার বাগান (Spice Garden) কাকে বলা হয়? 

উঃ কেরালা।

৪০) খারিফ শস্য (Kharif Crop) কোন সময় চাষ করা হয়? 

উঃ বর্ষাকালে (যেমন—ধান, ভুট্টা)।

Read more- সেরা ৪০টি General Science Static GK (Part-2)

Static GK থেকে ভূগোলের বর্তমান প্রশ্নের ধরন:

শুমারি (Census): ২০২১ সালের পরে আর জনগণনা প্রকাশিত না হওয়ায়, ২০১১ সালের তথ্যই পরীক্ষার জন্য ‘বাইবেল‘।

নদ-নদী ও উপনদী: এখন শুধু প্রধান নদীর নাম আসে না, আসে উপনদীর নামও যে এটি কোন নদীর শাখা। (যেমন—মুসী কোন নদীর উপনদী? উঃ কৃষ্ণা)।

পরিবেশ ও জঙ্গল: জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এবং কোন প্রাণীর জন্য বিখ্যাত—এটি খুব কমন।

অভিনন্দন! আপনি সফলভাবে আমাদের Static GK Series-এর ৪টি পর্বই সম্পন্ন করলেন। এই ১৬০টি প্রশ্ন (৪০ x ৪) যদি আপনার স্মরণে থাকে, তবে যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনি স্ট্যাটিক জিকে সেকশনে আত্মবিশ্বাসের সাথে উত্তর করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রস্তুতির যাত্রা সফল হোক!

Read more- সেরা ৪০টি ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর (Part-3)

Leave a Comment

error: Content is protected !!