সেরা ৪০টি Static GK প্রশ্ন ও উত্তর (2025 Special) – WBCS, SSC ও Rail পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Static GK বা সাধারণ জ্ঞান হলো যেকোনো সরকারি চাকরির পরীক্ষার মেরুদণ্ড। আপনি WBCS, SSC CGL/CHSL, Railway NTPC বা WB Police—যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র খুললেই দেখবেন, কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন বারবার ঘুরেফিরে আসে। কিন্তু সমস্যা হলো, তথ্যের বিশাল সমুদ্রে ছাত্রছাত্রীরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ে যে ঠিক কী কী পড়তে হবে।

একজন অভিজ্ঞ পড়ুয়া হিসেবে আমি দেখেছি, যারা স্মার্ট স্টাডি করে, তারা সিলেবাসের সব কিছু না পড়ে, সেই টপিকগুলোয় বেশি জোর দেয় যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ১০০% বেশি থাকে। আজকের এই ব্লগে আমি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে টপ ৪০টি Static GK একত্রিত করে এখানে উপস্থাপন করেছি। এই প্রশ্নগুলো শুধু তথ্যের সমাহার নয়, এগুলি আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে।

সেরা ৪০টি Static GK প্রশ্ন ও উত্তর (2025 Special)

নিচে দেওয়া প্রশ্নগুলি বিগত কয়েক বছরে SSC, Railway এবং State PSC পরীক্ষায় একাধিকবার এসেছে:

১) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

২) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – উক্তিটি কার?

উঃ বাল গঙ্গাধর তিলক।

৩) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

উঃ উলার হ্রদ (জম্মু ও কাশ্মীর)।

৪) ভিটামিন ‘সি’ (Vitamin C)-এর রাসায়নিক নাম কী?

উঃ অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)।

৫) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১লা এপ্রিল, ১৯৩৫ সালে।

৬) ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ (Discovery of India) বইটির রচয়িতা কে?

উঃ জওহরলাল নেহেরু।

৭) মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি (Gland) কোনটি?

উঃ যকৃৎ বা লিভার (Liver)।

৮) বন্দিপুর জাতীয় উদ্যান (National Park) ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ কর্ণাটক।

৯) কোন শহরকে ‘ভারতের গোলাপি শহর’ (Pink City) বলা হয়?

উঃ জয়পুর।

১০) বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?

উঃ ১৭৬৪ সালে।

১১) ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

উঃ হিরাকুদ বাঁধ (ওড়িশা)।

১২) লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন?

উঃ লোকসভার ডেপুটি স্পিকারের কাছে।

১৩) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উঃ ৫ই জুন।

১৪) কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেছিলেন?

উঃ ইলতুৎমিস।

১৫) বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

উঃ ভিটামিন B1 (থায়ামিন)।

১৬) ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)।

১৭) ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’ (ISRO)-এর সদর দপ্তর কোথায়?

উঃ বেঙ্গালুরু।

১৮) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ আত্মারাম পান্ডুরং।

১৯) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?

উঃ সমুদ্রগুপ্তকে।

২০) শব্দের তীব্রতা পরিমাপের একক কী?

উঃ ডেসিবেল (Decibel)।

২১) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ সান্দাকফু।

২২) গৌতম বুদ্ধ কোথায় তাঁর প্রথম ধর্মোপদেশ দেন?

উঃ সারনাথ।

২৩) ‘ফ্রন্টিয়ার গান্ধী’ বা ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?

উঃ খান আব্দুল গফফর খান।

২৪) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?

উঃ মধ্যপ্রদেশ।

২৫) সাধারণ লবণের রাসায়নিক নাম কী?

উঃ সোডিয়াম ক্লোরাইড (NaCl)।

২৬) নীতি আয়োগ (NITI Aayog)-এর চেয়ারম্যান কে হন?

উঃ ভারতের প্রধানমন্ত্রী।

২৭) রক্তের গ্রুপ (Blood Group) কে আবিষ্কার করেন?

উঃ কার্ল ল্যান্ডস্টেইনার।

২৮) ‘আনন্দমঠ’ উপন্যাসটি কার লেখা?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়।

২৯) ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়?

উঃ মহাকবি কালিদাসকে।

৩০) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?

উঃ সুন্দরবন বদ্বীপ (গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ)।

৩১) এক্স-রে (X-Ray) কে আবিষ্কার করেন?

উঃ রন্টজেন।

৩২) ভারতের কোন শহরকে ‘সিলিকন ভ্যালি’ বলা হয়?

উঃ বেঙ্গালুরু।

৩৩) মৌলিক কর্তব্য (Fundamental Duties) সংবিধানের কোন অংশে বর্ণিত আছে?

উঃ পার্ট IV-A তে।

৩৪) পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?

উঃ ১৫২৬ সালে।

৩৫) ‘সাড়ে জাহা সে আচ্ছা’ গানটি কে লিখেছিলেন?

উঃ মহম্মদ ইকবাল।

৩৬) মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

উঃ ২৩ জোড়া বা ৪৬টি।

৩৭) এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

উঃ ইয়াং সিকিয়াং।

৩৮) ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?

উঃ মুণ্ডক উপনিষদ।

৩৯) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উঃ আহমেদাবাদকে।

৪০) লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে?

উঃ ২৫ বছর।

গত বছরের ট্রেন্ড এনালাইসিস

বিগত ৫ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায় Static GK-এর কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে:

  1. ইতিহাস: আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। মুঘল সাম্রাজ্য এবং যুদ্ধের সালগুলোও খুব গুরুত্বপূর্ণ।
  2. ভূগোল: ভারতের নদ-নদী, বাঁধ, জাতীয় উদ্যান (National Parks) এবং অভয়ারণ্য থেকে প্রতি পরীক্ষায় ১-২টি প্রশ্ন থাকেই।
  3. বিজ্ঞান: ভিটামিন, রোগের নাম, এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার Railway পরীক্ষার জন্য হট টপিক।
  4. সংবিধান: মৌলিক অধিকার, সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি/রাজ্যপাল সম্পর্কিত ধারাগুলো (Articles) বারবার রিপিট হয়।

শেষকথা

বন্ধুরা, সরকারি চাকরি পাওয়ার লড়াইয়ে Static GK হলো আপনার সেই অস্ত্র যা দিয়ে পরীক্ষা ক্র্যাক করা সম্ভব। উপরের ৪০টি প্রশ্ন যদি আপনার স্মরণে থাকে, তবে আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। মনে রাখবেন, একদিনে সব মুখস্থ হবে না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে পড়লে পাহাড় সমান সিলেবাসও শেষ করা সম্ভব।

এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বুকমার্ক করে রাখুন যাতে পরীক্ষার আগে রিভাইস দিতে পারেন। আপনার সাফল্যের কামনায় আমরা সবসময় পাশে আছি। আরও অনেক পর্ব আসবে তাই সাথেই থাকবেনা।

আরও GK পড়ুন

  • নোবেল পুরস্কার প্রশ্ন উত্তর Read →
  • পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ Read →
  • গ্র্যামি পুরস্কার 2024 প্রশ্ন উত্তর Read →
  • কোন ফলে কোন ভিটামিন থাকে Read →
  • ভারতের বৃষ্টিপাত এবং জলবায়ু প্রশ্ন উত্তর Read →
  • বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্যসমূহ তালিকা Read →
  • ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় প্রশ্ন উত্তর Read →
  • পৃথিবীর প্রধান মরুভূমি এবং পৃথিবীর বিখ্যাত মালভূমি তালিকা Read →
  • মেঘ কাকে বলে? বিভিন্ন ধরনের মেঘের অবস্থান, মেঘের নাম ও মেঘের বৈশিষ্ট্য Read →

Leave a Comment

error: Content is protected !!