আবারও একটি নতুন রচনা স্বেচ্ছায় রক্তদানের মাহাত্ম্য এই রচনা গুলি অনেক হাই কমপেটেটিভ পরিক্ষায় এসে থাকে। তোমাদের পরিক্ষার জন্য এই রক্তদান জীবনদান বাংলা প্রবন্ধ রচনাটি অনেক ভালো নম্বর পেতে সাহায্য করবে।

রক্তদান জীবনদান বাংলা প্রবন্ধ রচনা – স্বেচ্ছায় রক্তদানের মাহাত্ম্য রচনা
ভূমিকা:
রক্ত দেহকোশগুলিতে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করে প্রাণীদেহকে সচল-সুস্থ এবং রাখতে সাহায্য করে। বিভিন্ন অসুখে মানব শরীরে রক্তের ঘাটতি হলে বাইরে থেকে রক্ত দিয়ে তার প্রাণরক্ষা করা সম্ভব হয়। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শরীরে প্রয়োজনের অতিরিক্ত রক্ত থাকে, যা শরীরের অভ্যন্তরেই নষ্ট হয়ে যায়। তাই একজন সুস্থ মানুষ যদি তিনমাসে একবার রক্তদান করতে পারেন, যা তার রক্তচাপকে নিয়ন্ত্রিত করে তাকে সুস্থ থাকতে সাহায্য করবে এবং একজন বিপন্নপ্রাণ মানুষকে প্রাণ দান করতে সক্ষম হবে।
রক্তের বহুবিধ প্রয়োজনীয়তা :
অসুস্থ ব্যক্তির দেহে রক্তের ঘাটতি দেখা দিলে, বাইরে থেকে শরীরে রক্ত অনুপ্রবেশ করিয়ে শরীরে রক্তের ঘাটতি মেটানো হয়। এ ছাড়া, যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসার জন্য রক্তের দরকার হয়। বস্তুত, যথাসময়ে রক্তদান একটি মুমূর্ষু জীবনকে প্রাণে বাঁচিয়ে তুলতে পারে। আজকের সমাজে দুর্ঘটনা নিত্যই ঘটছে। ফলে, রক্তক্ষরণে বহুপ্রাণ নিত্য বিপন্ন হচ্ছে। শল্য চিকিৎসায় রক্ত অত্যাবশ্যক উপাদান।
প্রসবকালীন রক্তক্ষরণে প্রসূতির জীবন রক্ষায় ও নবজাতকের জীবন রক্ষায় রক্তের প্রয়োজন হয়। অগ্নিদ ব্যক্তির প্রাণ বাঁচাতে রক্ত চাই। থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্ত ব্যক্তির প্রতি মাসে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত দিয়ে পরিপূরণ করতে হয়। এ কারণেই মানুষের প্রাণ বাঁচাতে ব্লাড ব্যাংক বা রক্ত সঞ্চয় ভাণ্ডারের সৃষ্টি হয়েছে। এক দেহ থেকে রক্ত সংগ্রহ করে নানা প্রক্রিয়ায় তা সংরক্ষণ করা হয়। প্রয়োজনে রোগীদের জীবন রক্ষায় এই সংরক্ষিত রক্ত রোগীর দেহে সরবরাহ করা হয়। এতে রোগীর প্রাণ রক্ষা পায়। এজন্যেই বলা হয় রক্ত দান করা মানে জীবন দান করা।
রক্ত বিভাগ:
সমস্ত মানুষের শরীরেই রক্ত আছে এবং রক্তের রং লাল হলেও, বিভিন্ন রক্তের মধ্যে পার্থক্য থাকে। রক্তের তারতম্যের জন্য রক্তের বিভিন্ন বিভাগ বা গ্রুপ করা হয়েছে, যেমন—A, B, AB, O ইত্যাদি। রোগীর রক্ত যে-গ্রুপের, তাকে সে গ্রুপের রক্তই দিতে হয়।
রক্তদানের তাৎপর্য:
সুস্থ ব্যক্তি চিকিৎসকের পরামর্শমতো রক্তদান করলে তার কোনো ক্ষতি হয় না। যে-কোনো পূর্ণবয়স্ক মানুষই রক্তদান করতে পারেন। প্রতিটি মানুষের শরীরের ওজনের কিলোগ্রাম পিছু ৬ মিলি হারে রক্তদান করা যেতে পারে। প্রকৃতির নিয়মে দান করা রক্তের পরিমাণ দু-তিন সপ্তাহের মধ্যেই তা পূরণ হয়ে যায়। রক্তদান করেই কাজে যাওয়া যায়। বছরে চার বার অনায়াসে রক্তদান করা চলে। কারণ, প্রতিদিন মানুষের শরীরে সবসময় রক্ত তৈরি হচ্ছে। রক্তকণিকার সর্বাধিক আয়ু ১২০ দিন। এই আয়ুষ্কালের পরে স্বাভাবিক নিয়মেই শরীরের ভিতরে এগুলির মৃত্যু ঘটে।
অপরীক্ষিত রক্তদানের পরিণতি:
আজকাল বিপন্ন রোগীকে যত্রতত্র গজিয়ে ওঠা ‘নার্সিং হোম’ নামক ব্যাবসাকেন্দ্রে ভরতি করার প্রবণতা খুব বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে রক্ত পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা নেই। ফলে প্রচুর অর্থের বিনিময়ে তারা যে-রক্ত পেশাদার রক্তদাতাদের থেকে সংগ্রহ করেন, তা অপরীক্ষিত থাকে ও তার জন্য মারাত্মক বিপদ সৃষ্টি হতে পারে। রক্ত দিতে বা নিতে গিয়ে অপরিশোধিত সূচ থেকে শরীরে এইডস রোগের জীবাণু প্রবেশ করতে পারে—এ বিষয়েও সকলের সচেতন থাকা দরকার।
উপসংহার:
আজকাল দিকে দিকে প্রতিনিয়ত ‘রক্তদান শিবির-এর আয়োজন করা হচ্ছে। অতি উৎসাহে প্রচুর পরিমাণে রক্তদান করতে গিয়ে অনেক সময়ই রক্তের অপচয় হচ্ছে। কারণ ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণের স্থান সীমিত। নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষিত রক্ত ব্যবহৃত না-হলে সেগুলি নষ্ট হয়ে যায়। এই বিষয়েও সতর্কতা বাঞ্ছনীয়। তা ছাড়া অনেকেই টাকার লোভে রক্ত বিক্রি করে, তাদের রক্ত নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সাবধান হতে হবে। রক্তদানকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। সর্বত্র প্রচার করতে হবে— রক্তদান মহৎ কর্ম।
এই প্রবন্ধের অনুসরণে লেখা যায়: জীবনদানের মহান ব্রত রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের মাহাত্ম্য বাংলা রচনা, রক্তদান জীবনদান বাংলা প্রবন্ধ রচনা।
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
