আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরহ একটি খুবই গুরুত্বপুর্ণ বাংলা রচনা সাহিত্যপাঠের মূল্য। এই ধরনের রচনা গুলি অনেক পরীক্ষার জন্যেই ব্যাবহার করা যেতে পারে তাই এই সাহিত্যপাঠের মূল্য রচনাটি মনোযোগ সহকারে পড়তে থাকো।

সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা – সমাজমানসে সাহিত্যপাঠের প্রভাব রচনা
ভূমিকা:
সাহিত্য জীবন সম্ভূত কিন্তু জীবনের প্রতিরূপ নয়। জীবনের উপাদান সাহিত্যিকের মননে জাড়িত হয়ে ভাষার প্রসাধনে সাহিত্য হয়ে ওঠে। তখন তা আর ব্যক্তিবিশেষের নয়, হয়ে ওঠে সকলের কথা। পাঠক সাহিত্যপাঠের মধ্য দিয়ে নিজের স্বরূপকেই আস্বাদন করেন। নিজেকে চিনে নেওয়ার পাশাপাশি অপরকে তথা সমাজকেও চিনতে শেখেন। জীবনের আবশ্যিক অা হিসেবে ইতিহাস, সমাজ, দর্শন, অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক বিষয়গুলিও সাহিত্যে ছায়া ফেলে, এমনকি বিজ্ঞানভাবনাও সাহিত্যের অজ্ঞানের বাইরে থাকে না। তাই সাহিত্যপাঠের মাধ্যমে পাঠকের জ্ঞান ও বোধের সার্বিক বিকাশ ঘটে, সেই সঙ্গ্যে , শসৌন্দর্য বোধ, নান্দনিকতা ও রুচির পুষ্টি সাধিত হয়।
অনির্বচনীয়তার স্পর্শলাভ:
অধিকাংশ পাঠক আনন্দলাভের জন্যই সাহিত্য পাঠ করেন। ভালো লাগাটাই সাহিত্য পাঠের অন্যতম বিবেচ্য বিষয়। মানুষ নানা ধরনের আনন্দ পেতে চায়। একমাত্র সাহিত্যই মানুষকে দিতে পারে সেই দুর্লভ আনন্দের আস্বাদ। কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক প্রভৃতি নানা শ্রেণির সাহিত্যপাঠে বিচিত্র আনন্দের মুখোমুখি হয় পাঠক। সাহিত্য পাঠ মানবজীবনের কোনো শখ নয়, অবসর বিনোদনও নয়, নয় আলস্যের উপাচার। সাহিত্যপাঠ মানবজীবনে নব উপলব্ধি ও নব ভাবরস আস্বাদনের পথ।
জগৎ, জীবন ও আত্মোপলব্ধির পথ প্রদর্শক:
সাহিত্য হল সমাজ প্রতিফলনের দর্পণ, জীবন ও আত্মোপলধির পথ প্রদর্শক। এতে সমাজ, ব্যক্তি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ—সব কিছুই প্রতিবিম্বিত হয়। সাহিত্যপাঠের ফলে আমাদের অভিজ্ঞতার প্রসার ঘটে, মন প্রসারিত হওয়ার সুযোগ পায়। সাহিত্য আমাদের সত্তাকে সংকীর্ণ গণ্ডি থেকে মুক্তি দেয় এক বাধাহীন বৃহৎ জগতে। জগৎ, জীবন এবং আমাদের অন্তরসত্তার মধ্যে সংযোগের সেতু হচ্ছে সাহিত্য।
সাহিত্য ও শিক্ষা:
উচ্চস্তরের সাহিত্য উপদেশ দেয় না, সরাসরি নীতিকথা বলে না। উৎকৃষ্ট সাহিত্য আমাদের জীবনকে সমৃদ্ধ ও সম্পন্ন হতে সাহায্য করে। সাহিত্যপাঠের মাধ্যমে আত্মোপলব্ধি ঘটে, আমরা শিক্ষালাভ করি। সাহিত্যপাঠে আমাদের সুকুমার অনুভূতিগুলির অনুশীলন হয়। পাশাপাশি, পরিমার্জিত হয় রুচি। সাহিত্যপাঠ ভাষাজ্ঞানেরও উন্নতি ঘটায়। আর এখানেই থাকে আমাদের সাহিত্যপাঠের সার্থকতা।
জাতীয় ঐক্য ও মানবিকতা:
সমাজ ও জীবনের বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে মানুষের হীনতা ও মানুষে মানুষে বিভেদের স্বরূপ ফুটিয়ে তুলতে হয় সাহিত্যে। কিন্তু সাহিত্যস্রষ্টা সেই সংকীর্ণতাকে অতিক্রম করে এক উদার মানবতায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন। সাহিত্যপাঠ তাই জাতি-ধর্ম-ভাষার পার্থক্যকে অতিক্রম করে, জাতীয় ঐক্যের বোধ জাগিয়ে তুলতে সাহায্য করে। আন্তর্জাতিকতা তথ্য বিশ্বমানবিকতার বোধ গড়ে উঠতে পারে সাহিত্যপাঠের মাধ্যমে।
সত্যম, শিবম, অমৃতম:
সাহিত্য কেবল সুন্দরের আরাধনাই নয়, তা সত্য ও শিবের আরাধনাও বটে। যে-সাহিত্যে সত্য নেই, বৃহত্তর মানবিক কল্যাণ নেই, নেই সুন্দরের স্পর্শ-তা সাহিত্য পদবাচ্য নয়। রবীন্দ্রনাথের মতে, সাহিত্য মাত্রেই সত্যম, শিবম, অমৃতম্।
জীবনের ভাষা:
সাহিত্য জীবনের ভাষা। সাহিত্যের আয়নায় ব্যক্তিজীবনের আশা-নিরাশা, সুখ-দুঃখ, আনন্দ- বেদনার সূক্ষ্ণ অনুভব ও উপলব্ধি, গণমানসের অভিব্যধি, চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব-সংঘাত বান্ধায় হয়ে ওঠে। ইলিয়াড- ওজিসি, রামায়ণ-মহাভারতের মতো চিরায়ত সাহিত্যসৃষ্টি থেকে। প্রয়োজনীয় দৃষ্টান্ত গ্রহণ করে মানুষ শোকে-দুঃখে সান্ত্বনা পায়, হতাশা-নিরাশায় অনন্ত প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ওঠে।
উপসংহার:
সাহিত্যপাঠ তাই একাধারে আনন্দ আর শিক্ষার এক উৎকৃষ্ট উৎস। প্রমথ চৌধুরীর মতে “অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে, সেই সব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ; তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে।”
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
