মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা | Mobile Phone Bangla Essay

মোবাইল ফোন আজকের যুগে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগের মাধ্যম হিসেবে শুরু হলেও এখন এটি তথ্যভাণ্ডার, বিনোদন, শিক্ষা, ব্যবসা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির উন্নতির ফলে মোবাইল ফোন এখন স্মার্টফোনে রূপান্তরিত হয়েছে, যা আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করে তুলেছে। তাই এখানে দেওয়া হলো মোবাইল ফোনের বাংলা রচনা যেকোনো পরীক্ষায় বেবহার করা যেতে পারে।

মোবাইল ফোন বাংলা রচনা

ভূমিকা: 

বিজ্ঞানের যে কটি বিস্ময়কর আবিষ্কার। আজকের মানবসভ্যতাকে আরও আধুনিক ও আরও সমৃদ্ধ করে তুলেছে, মোবাইল ফোন সেগুলির অন্যতম। মোবাইল ফোন আধুনিক গতিশীল পৃথিবীর অপরিহার্য অঙ্গা, জীবনের দ্রুত চলমানতার সঙ্গে মানানসই এক অতি আবশ্যিক উপকরণ।

মোবাইল ফোনের ইতিহাস: 

1946 সালে আমেরিকায় যে মোবাইল তিনি ফোন ব্যবস্থা চালু হয়েছিল তাকেই মোবাইল ফোনের আদিরূপ বলা হয়। বেল সিস্টেম মোবাইল টেলিফোন সার্ভিস নামে প্রচলিত এই সংযোগ ব্যবস্থা বয়স হওয়ায় বিশেষ জনপ্রিয় হয়নি। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে 1976 সালে ড. মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোনকে পৃথিবীর মানুষের কাছে হাজির করেন। সেই আদি মোবাইলটির ওজন ছিল 2 কিলোগ্রাম। 1979 সালে জাপান প্রথম বাণিজ্যিক ভাবে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে। 

1990 সালে সমগ্র পৃথিবীতে 9 কোটি 24 লক্ষ মানুষ মোবাইল ব্যবহার করতেন। কিন্তু অতি দ্রুত এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় 2010 সালে বিশ্বজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 46 কোটি। ভারতে 1995 সালে মোবাইল ফোনের পরিসেবা বাণিজ্যিকভাবে শুরু হয়। 2014 সালে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হয়েছে 4.55 বিলিয়ন। ভারতের মতো দেশের ক্রমবর্ধমান বাজারের কথা যাথায় রেখে দেশীয় এবং বহুজাতিক অনেক সংস্থাহ যেমন, বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল, অধারসেল, EBT অইডিয়া সেলুলার প্রভৃতি প্রদেশে মোবাইল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে।

মোবাইল ফোনের উপযোগিতা: 

বর্তমানে মোবাইল ফোন এমন একটি বৈদ্যুতিন উপকরণ যার উপযোগিতা আধুনিক জীবনে সর্বত্র। চিঠি লেখার ও পাওয়ার অপেক্ষা এবং অনিশ্চয়তাকে দূর করে মোবাইল দিয়ে এসেছে সা পরিসেবা সংযোগকে আরও প্রাণবন্ত করেছে । কম্পিউটারের দুনিয়াকেও অনেকটাই হাতের মুঠোয় নে দিয়েছে মোবাইল ফোন। ই-মেল, ইনটারনেট— এইসব পরিসেবাই এখন মোবাইল ফোনের কারণে সহজে উপলব্ধ। ব্লুটুথ বা ইনফ্রারেড প্রযুক্তি সংযোগব্যবস্থাকে এক নতুন যাত্রা দিয়েছে। স্থির এবং চলমান ফোটোগ্রাফি অনায়াসে সম্ভব এই মোবাইল ফোনের সাহায্যে। 

মোবাইলে রয়েছে বিনোদনের অজস্র ব্যবস্থা। রেডিয়ো, এমপিথ্রি, গেমিং, এমনকি টিভির অনুষ্ঠানও মোবাইলের সাহায্যে উপভোগ করা সম্ভব। মোবাইলে প্রযুক্তির ব্যবহার ক্রমশই উন্নত হচ্ছে। মোবাইল ব্যবস্থা এখন চতুর্থ প্রজন্মে প্রবেশ করেছে। মোবাইলের মাধ্যমে টাকাপয়সার লেনদেনের ক্ষেত্রে নেট ব্যাংকিং ব্যবস্থাকে যেমন কার্যকর করা সম্ভব হচ্ছে, তেমনি আগামী দিনে এটি কেজি কার্ডের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে চলেছে। এইভাবে মোবাইল ফোন যেন আলাদিনের মাজার প্রদীপের মতো জাদুকরি শক্তির অধিকারী।

মোবাইল ফোনের খারাপ দিক:

বিজ্ঞানের যে কোনো আবিষ্কারের মতোই মোবাইলেরও কিছু নেতিবাচক দিক রয়েছে। কিশোরমনে মোবাইল ফোনের প্রতি যে আকর্ষণ তৈরি হচ্ছে তা এক নেতিবাচক সামাজিক চাহিদার জন্ম দিচ্ছে। মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার বিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে, আবার ছাত্রছাত্রীদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। নানারকম সামাজিক দূষণও এর মাধ্যমে ঘটছে। 

নাগরিক জীবনে মোবাইলের অসতর্ক ব্যবহার যেমন গাড়ি চালানো কিংবা রাস্তা পারাপার বা লেভেল ক্রসিং পার হওয়ার সময়ে মোবাইল ফোনের ব্যবহার দুর্ঘটনা ডেকে আনছে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শ্রবণেন্দ্রিয় ও হার্টের সমস্যা তৈরি করতে পারে কথাও অনেকে বলেন, কিন্তু চিকিৎসাবিজ্ঞান এখনও এমন ধারণাকে সমর্থন করেনি। সবমিলিয়ে মোবাইল ফোনের যথাযথ ব্যবহার অত্যন্ত প্রয়োজন। বিদ্যালয় ধরে এর ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার বিষয়টিকেও গুরুত্ব হাওয়া আবশ্যক।

উপসংহার: 

বিজ্ঞানের যে-কোনো যুগান্তকারী আবিষ্কারের মতোই মোবাইলের সার্থকতা নির্ভর করছে তার ব্যবহারের উপর। নাগরিক সচেতনতা এই আধুনিক উপকরণটির প্রয়োগকে তাই সার্থক করে তুলতে পারে। গতিশীল আধুনিক যুগের ট্রেডমার্ক মোবাইল ফোনকে বাদ দিয়ে একুশ শতককে ভাবা অসম্ভব।

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!