তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা | জীবনানন্দ দাশ বাংলা রচনা

আমার প্রিয় কবিদের মধ্যে জীবনানন্দ দাশ শীর্ষে রয়েছেন, কারণ তাঁর কবিতায় আছে প্রকৃতির নৈঃশব্দ্য, মানবজীবনের বেদনা, সৌন্দর্যের স্বপ্ন ও অতল গভীরতা, যা পাঠকের মনকে অন্য এক জগতে পৌঁছে দেয়। তাই আজকে শেয়ার করলাম তোমার প্রিয় কবি অথবা, আমার প্রিয় কবি প্রবন্ধ রচনা যেকোনো পরীক্ষায় বেবহার করতে পারবেন।

তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা | জীবনানন্দ দাশ বাংলা রচনা

ভূমিকা: 

আমার প্রিয় কবি শুধু নগর সভ্যতার নাগরিক কবি নন ‌,আবার নিরাভন গ্রাম বাংলার শূধুপ্রকৃতি প্রেমিক কবি ও নন, তাঁর কবিতায় যেমন প্রেম আছে তেমনি অপ্রেমের কথাও তিনি বলেন, ভালোবাসার পাশাপাশি রণরক্ত সফলতা তার কবিতাকে জনপ্রিয় করে তুলেছ। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি।

জীবনানন্দ দাশের জন্ম ও শিক্ষা: 

জীবনানন্দের জন্ম 1899 খ্রিস্টাব্দের 23 শে ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশাল শহরে। বাবার নাম সর্বানন্দ দাশ, মা মহাকবি কুসুমকুমারী দাশ। 1908- ব্রজমোহন স্কুলে ভর্তি হন। 1915 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে 1919 এ প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স বি এ পাস করে কলিকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। 1921 এখান থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য এমএ পাস করেন।

জীবনানন্দ কাব্য চর্চা: 

জীবনানন্দ দাশের মুদ্রিত কবিতা বসন্ত সম্পাদিত ‘ব্রহ্মবাদী’ পত্রিকায় প্রকাশিত হয়। নিয়মিত লেখা শুরু করেন 1924-1925 থেকে। কল্লোল, কালিকলম, প্রগতি, পরিচয়, কবিতা, চতুরঙ্গ, পূর্বাশা প্রভৃতি নানা পত্রপত্রিকায় লিখতেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ‘ঝড়াপালক’ 1927 খ্রিস্টাব্দে। 

পরবর্তীকালে প্রকাশিত হয়েছে, ‘ধূসরপান্ডুলিপি’ (1936)’, বনলতা সেন, (1942)মহাপৃথিবী, (1944), সাতটি তারার তিমির (1948), রূপসী বাংলার (1957), বেলা অবেলা কালবেলা(1961) ইত্যাদি।

জীবনানন্দ দাশের অন্যান্য রচনা: 

কবিতা ছাড়াও জীবনানন্দ কিছু গল্প ও সুতীর্থও মাল্যবান নামে দুটি উপন্যাস রচনা করেন। কবিতা পত্রিকায় তাঁর কয়েকটি সাহিত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়। পাশাপাশি স্টেট্রম্যান, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড ইত্যাদি পত্রিকায় তার কিছু ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়। কিন্তু ভারতবর্ষ ও বাংলা সাহিত্য জীবনানন্দকে মনে রাখবে কবি হিসেবেই।

জীবনানন্দের স্বাতন্ত্র্য: 

রবীন্দ্র -সমসাময়িক কালে বাংলা কবিতা মুক্তির পথ খুঁজেছিল। খানিকটা অসচেতনভাবে নজরুল ইসলাম মোহিতলাল মজুমদার এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্র কাব্য পাশে সরিয়ে রেখে যে কবিতা লেখা যায়, তার একটা স্পষ্ট রাস্তা দেখিয়েছিলেন। 

এর ব্যতিক্রমী কাব্যসাধনা শুরু করলেন এরা এদের এই ব্যতিক্রমী কাব্যসাধনা পরিণতি সুধীন্দ্রনাথ দত্ত অমিও চক্রবর্তী বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশের মধ্যে। এদের মধ্যে জীবনানন্দের কাব্য যেমন রূপ-রস-গন্ধ অনুভব করা যায়, তেমনই লক্ষ করা যায় তার ইতিহাস সচেতনতা ও সমাজ সচেতনতা এছাড়া তাঁর কবিতায় মৃত্যুচেতনাজাত এক ধরনের নাগরিক বিচ্ছিন্নতা জনিত যন্ত্রণা এবং আত্মিক সংকট লক্ষ করা যায়।

এই অসহায়তা ও বিপন্ন তাকে কবি জীবনানন্দ কাব্য ও দর্শনের এক আশ্চর্য স্তরে পৌঁছে দেন। আর এভাবেই বাস্তবতা ছাড়িয়ে পরাবাস্তবতা হাত ধরে তিনি বাংলা কবিতা নতুন আধুনিকতা জন্ম দিয়েছিলেন। 

জীবনানন্দ দাশ কেন প্রিয়: 

জীবনানন্দের কবিতায় আন্তর্জাতিক চেতনায়, ইতিহাসবোধ, পৌরাণিক অনুভূতি থাকলেও তিনি ভুলে যাননি তার দেশ- মাটি- মানুষের কথা। সুজলা-সুফলা বাংলা, এই শ্যামল ছায়া এই বাংলার বেহুলা লক্ষ্মীন্দর, বেহুলারগল্প, কিশোরী চাল ধোয়া হাতের গন্ধ,লাল ফুল দোয়েল- ফিংয়ের না সবই উঠে আসে তার কবিতায় এখানে জীবনানন্দ হয়ে ওঠেন বাঙালির কবি। আর এই কারনে জীবনানন্দ দাশ আমাদের প্রিয় কবি। 

উপসংহার: 

শতাব্দীর ব্যবধানে দাঁড়িয়ে আজ নজরুল ইসলামকে (1899) মনে হয় পুরনো দিনের কবি, সুধীন্দ্রনাথ বিষ্ণুদে মনে হয় শিক্ষিত জনের কবি। কিন্তু জীবনানন্দ আপামর বাঙালির কবি। জীবনানন্দ কে তাই আমাদের বহন করতে হয় না তিনি আমাদের বহন করে নিয়ে চলেন দুঃখ থেকে সুখ, সুখ থেকে আনন্দে, আনন্দ থেকে সাহিত্যরসের অমৃতলোকে।

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!