সরকারি চাকরির পরীক্ষায় ‘সাধারণ জ্ঞান‘ বা GK-এর মধ্যে সবচেয়ে বেশি নম্বর থাকে ইতিহাস (History) বিভাগ থেকে। বিশেষ করে WBCS পরীক্ষায় ইতিহাসের গুরুত্ব অপরিসীম। কিন্তু ইতিহাসের সিলেবাস বিশাল—প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক ভারত। ছাত্রছাত্রীরা প্রায়ই চিন্তায় পড়ে যায় যে এত সাল আর নাম কীভাবে মনে রাখবে।
ভয়ের কিছু নেই! বিগত ১০ বছরের প্রশ্নপত্র ঘেঁটে আমরা এমন ৪০টি ইতিহাসের প্রশ্ন বের করেছি যা বারবার পরীক্ষায় ঘুরেফিরে আসে। আমাদের এই History Static GK (Part-3) প্রতিদেবনটি মন দিয়ে পড়লে আপনার ইতিহাসের প্রতি ভয় দূর হবে এবং প্রস্তুতির আত্মবিশ্বাস বাড়বে।
সেরা ৪০টি ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর (Part-3)
আধুনিক ভারতের ইতিহাস (স্বাধীনতা সংগ্রাম) – সর্বাধিক গুরুত্বপূর্ণ
১) ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ সালে।
২) ‘বঙ্গভঙ্গ’ কত সালে রদ (বাতিল) করা হয়?
উঃ ১৯১১ সালে।
৩) মহাত্মা গান্ধী কত সালে ভারতে ফিরে আসেন?
উঃ ১৯১৫ সালে (৯ই জানুয়ারি)।
৪) জালিওয়ানাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল?
উঃ ১৩ই এপ্রিল, ১৯১৯ সালে।
৫) ‘ডু অর ডাই’ (Do or Die) স্লোগানটি কে দিয়েছিলেন?
উঃ মহাত্মা গান্ধী (ভারত ছাড়ো আন্দোলনের সময়)।
৬) সুভাষচন্দ্র বসু কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ সিঙ্গাপুরে।
৭) ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
৮) ‘সাইমন কমিশন’ কত সালে ভারতে আসে?
উঃ ১৯২৮ সালে।
৯) ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উঃ মৌলানা আবুল কালাম আজাদ।
১০) ‘পাঞ্জাব কেশরী’ নামে কে পরিচিত ছিলেন?
উঃ লালা লাজপত রায়।
১১) ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।
১২) অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়?
উঃ ১৯২০ সালে।
১৩) সারে জাহা সে আচ্ছা গানটির রচয়িতা কে?
উঃ মহম্মদ ইকবাল।
১৪) ভারতের স্বাধীনতা আইন (Indian Independence Act) কত সালে পাস হয়?
উঃ ১৯৪৭ সালে।
১৫) মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন?
উঃ সূর্য সেন।
মধ্যযুগের ইতিহাস (সুলতানি ও মুঘল আমল)
১৬) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ ১৫৫৬ সালে (আকবর ও হিমুর মধ্যে)।
১৭) ‘দ্বীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন?
উঃ সম্রাট আকবর।
১৮) দিল্লির কোন সুলতান ‘বাজার দর নিয়ন্ত্রণ নীতি’ চালু করেন?
উঃ আলাউদ্দিন খলজী।
১৯) ভারতের তোতাপাখি কাকে বলা হয়?
উঃ আমির খসরু-কে।
২০) আগ্রার তাজমহল কে নির্মাণ করেন?
উঃ শাহজাহান।
২১) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ বাবর।
২২) ‘রামচরিতমানস’-এর রচয়িতা কে?
উঃ তুলসীদাস।
২৩) ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?
উঃ আকবর।
২৪) কার রাজত্বকালকে মুঘল যুগের ‘স্বর্ণযুগ’ বলা হয়?
উঃ শাহজাহান।
২৫) ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।
প্রাচীন ভারতের ইতিহাস (সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগ)
২৬) সিন্ধু সভ্যতার বন্দর শহর কোনটি ছিল?
উঃ লোথাল (গুজরাট)।
২৭) বেদের অপর নাম কী?
উঃ শ্রুতি।
২৮) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
২৯) অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন?
উঃ জেমস প্রিন্সেপ।
৩০) ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার লেখা?
উঃ কৌটিল্য বা চাণক্য।
৩১) গৌতম বুদ্ধের বাল্যনাম কী ছিল?
উঃ সিদ্ধার্থ।
৩২) গুপ্ত বংশের কোন রাজাকে ‘ভারতের নেপোলিয়ন’ বলা হয়?
উঃ সমুদ্রগুপ্ত।
৩৩) হর্ষচরিত কার লেখা?
উঃ বাণভট্ট।
৩৪) আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে।
৩৫) জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ মহাবীর।
৩৬) কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ ২৬১ খ্রিস্টপূর্বাব্দে।
৩৭) মেঘদূত কাব্যগ্রন্থটি কার লেখা?
উঃ মহাকবি কালিদাস।
৩৮) পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ গোপাল।
৩৯) কোন গুপ্ত রাজা ‘বিক্রমাদিত্য’ উপাধি গ্রহণ করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৪০) সাঁচি স্তূপ কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ।
Read this- সেরা ৪০টি General Science Static GK (Part-2)
Read this- সেরা ৪০টি Static GK প্রশ্ন ও উত্তর (2025 Special)
ইতিহাস হলো সেই বিষয় যা আপনাকে সরকারি চাকরির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এনে দিতে পারে। আমাদের এই ৪০টি স্ট্যাটিক জিকে প্রশ্ন আপনার প্রস্তুতির এক নির্ভরযোগ্য সাথী। মনে রাখবেন, “যিনি ইতিহাস জানেন না, তিনি বর্তমানকে গড়তে পারেন না।” এর আগেও আমরা Static GK সম্পর্কিত দুটি পর্ব উপস্থাপন করেছি সেগুলিও দেখেনিবেন।
আরও GK পড়ুন
- নোবেল পুরস্কার প্রশ্ন উত্তর Read →
- পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ Read →
- গ্র্যামি পুরস্কার 2024 প্রশ্ন উত্তর Read →
- কোন ফলে কোন ভিটামিন থাকে Read →
- ভারতের বৃষ্টিপাত এবং জলবায়ু প্রশ্ন উত্তর Read →
- বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্যসমূহ তালিকা Read →
- ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় প্রশ্ন উত্তর Read →
- পৃথিবীর প্রধান মরুভূমি এবং পৃথিবীর বিখ্যাত মালভূমি তালিকা Read →
- মেঘ কাকে বলে? বিভিন্ন ধরনের মেঘের অবস্থান, মেঘের নাম ও মেঘের বৈশিষ্ট্য Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
