বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা | Global Warming Essay Bengali

বিশ্ব উষ্ণায়ন (Global Warming) হলো পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া। শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, বনভূমি ধ্বংস এবং গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে যাচ্ছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এখানে বিশ্ব উষ্ণায়ন বাংলা রচনাটি আলোচনা করা হয়েছে আর হ্যাঁ এই বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা যেকোনো পরীক্ষায় বেবহার করতে পারেন।

বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার প্রবন্ধ রচনা

গভঃ স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল, টাকি হাউস

“উম্মুক্ত বন্দর সব নীল সমুদ্রের

পায়ে পায়ে মানুষ ও মেশিনের যৌথ শক্তিবলে।

নীলিমাকে অধিকেছে ইঁদুরের কলে

ভূমিকা: 

নকুল শতকে বিজ্ঞানের আলোকিত উপস্থাপনা যেমন মানব। সভ্যতাকে সমৃদ্ধ করেছে, তেমনি অনিয়ন্ত্রিত প্রয়োগ, ভারসাম্যহীন আয়ন নিয়ে এসেছে আশঙ্কার কালো মেঘ। বিশ্ব উন্নায়ন, যার ইংরেজি প্রতিপক্ষ Global Warming এরকমই একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার বিষয়।

বিশ্ব-উষ্ণায়ন কী?

আপাতভাবে বিশ্ব-উষ্ণায়ন কথাটির অর্থ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। 1896 সালে নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী আরমেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। তাঁর আপকাকে সত্যি প্রমাণিত করে 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গড় আপনারা বেড়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন 2020 সালের মধ্যে উন্নতা বৃদ্ধির এই হার হবে 2 ডিগ্রি সেলসিয়াস। আর এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফল মানবসভ্যতার পক্ষে হবে সর্বনাশের। 

বিশ্ব-উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস বাতাসে হি সমূহ যেমন-

ক্লাবন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, কোরোফ্লুরোকার্বন, জনীয় বাদ ইত্যাদির বৃদ্ধি তাপীয় ভারসাম্যকে বিনষ্ট করে দিচ্ছে। শিল্পবিপ্লবের আগে 1750 খ্রিস্টাশে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 280 পিপিএম, 2007 সালে যা বেড়ে দাঁড়ায় 382 পিপিএম। একইভাবে বছরে পাড়ে 440-600 মিলিয়ন ইন শিখেন বায়ুমণ্ডলে এসে মিলছে। গ্রিনহাউস এফেক্টে এই মিথেনের অবদান প্রায় 13 শতাংশ।

মানুষের দায়িত্ব:

পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তথা গ্রিনহাউস এফেক্ট তৈরিতে মানুষের ভূমিকা প্রধানতম। নির্বিচারে অরণ্য এবং করা, কাঠ ব জীবাশ্মাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা, সিমেন্ট শিল্পের প্রসার ইত্যাদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটায়। এ ছাড়া সার শিল্প, অ্যালুমিনিয়াম শিয়া, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প ইত্যাদি বাতাসে নানারকম। গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তুলছে।

প্রস্তাব: 

গ্রিনহাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন মার্চে যাচ্ছে। 1996 সাল গত দুশো বছরে উন্নত বছর হিসেবে চিহ্নিত হয়েছে। এই তাপীয় অবস্থা বজায় থেকেছে পরবর্তী সময়েও। খরা, বন্যা, তুষারঝাড় ইত্যাদি নানা বিপর্যয় দেখা দিয়েছে। 2004 সালে। এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে 562 টি টর্নেডো সৃষ্টি হয়েছে। মেরু অস্থলের বরফ বলছে। গত 30 বছরে সুমেরুর বরফ গলেছে 18,000 বর্গকিমি। 

এর ফলে সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে চলেছে বর্তমানে প্রতিবছর 31 মার হারে। ফলে এক বিস্তীর্ণ উপকূলবর্তী ভূখণ্ড ত্রিকালের মতো হারিয়ে যাওয়ার আশঙ্কার প্রহর গুনছে। যে জনকেফেলাইটিস, ম্যালেরিয়া ইত্যাদি অসুখের প্রাদুর্ভাব ঘটছে বিশ্ব উষ্ণায়নের ফলে এমনটাই জানিয়েছেন হার্ভাড় স্কুল অব পাবলিক হেলথের চিকিৎসকরা। জীবকূলের অস্তিত্বও বিপন্ন হচ্ছে। বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন, মেরুভল্লুক ইত্যাদি প্রাণীরা দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে।

প্রতিরোধের প্রয়াস:

গ্রিনহাউস গ্যাস বেরোনো বন্ধ করতে 1992 সালে ব্রাজিলের রিও-ডিজেনেরোতে বসেছিল বসুন্ধরা শীর্ষসম্মেলন পরবর্তীকালে 2002- জোনেসবার্গে 2005-এ জাপানের কিয়োটো শহরে এবং 2007- ইন্দোনেশিয়ার বালিতে একই উদ্দেশ্যে সহেয়। কিন্তু এই বিপর্যয়ের জন্য যে উন্নত দেশগুলি প্রায় তাদের অসহযোগিতায় কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই আশঙ্কার কালো মেঘে ঢাকা পড়ে আছে একুশ শতকের বিজ্ঞানপ্রদিত্ব মানবসভ্যতা।

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!