আমাদের আগের আর্টিকেলে অর্থাৎ (Part-1)-এ আমরা মিক্সড Static GK নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু বিগত কয়েক বছরের প্রশ্নপত্র, বিশেষ করে RRB NTPC, Group D, ALP এবং SSC CGL/MTS এনালাইসিস করলে দেখা যায়, প্রশ্নপত্রের একটি বিশাল অংশ জুড়ে থাকে General Science বা সাধারণ বিজ্ঞান।
অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হওয়ার কারণে এই সাবজেক্ট কে ভয় পান। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএইচডি স্তরের বিজ্ঞান আসে না, আসে দৈনন্দিন জীবনের বিজ্ঞান। আজকের এই ‘Part-2‘ আর্টিকেলে আমরা এমন ৪০টি বিজ্ঞানের প্রশ্ন (Physics, Chemistry, Biology) বেছে নিয়েছি যা পরীক্ষায় বারবার রিপিট হয়। এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়তে পারলে বিজ্ঞানের দিক থেকেও আপনার প্রস্তুতি অনেকটাই কেটে যাবে।
সেরা ৪০টি General Science Static GK (Part-2)
জীববিদ্যা (Biology)
১) কোষের ‘শক্তিঘর’ (Powerhouse) কাকে বলা হয়?
উঃ মাইটোকনড্রিয়া (Mitochondria)।
২) মানবদেহের সবচেয়ে বড় হাড় (Bone) কোনটি?
উঃ ফিমার (Femur) – যা উরুতে থাকে।
৩) সর্বজনীন দাতা (Universal Donor) কোন রক্তের গ্রুপকে বলা হয়?
উঃ ‘O’ নেগেটিভ (O-)।
৪) মানুষের লালায় কোন উৎসেচক (Enzyme) থাকে?
উঃ টায়ালিন (Ptyalin)।
৫) কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
উঃ ভিটামিন K।
৬) পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দন মিনিটে গড়ে কতবার হয়?
উঃ ৭২ বার।
৭) মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উঃ স্টেপিস (Stapes) – যা কানে থাকে।
৮) ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
উঃ অগ্ন্যাশয় (Pancreas) থেকে।
৯) গাছের রান্নাঘর কাকে বলা হয়?
উঃ পাতাকে।
১০) বংশগতির জনক (Father of Genetics) কাকে বলা হয়?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল।
১১) মানুষের মস্তিস্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
উঃ সেরিব্রাম (Cerebrum)।
১২) রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উঃ ভিটামিন A।
১৩) মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়?
উঃ যকৃৎ বা লিভারে।
১৪) হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে?
উঃ লোহা (Iron)।
পদার্থবিদ্যা (Physics)
১৫) আলোকবর্ষ (Light Year) কিসের একক?
উঃ নক্ষত্রদের দূরত্ব পরিমাপের একক।
১৬) এস.আই (SI) পদ্ধতিতে বলের একক কী?
উঃ নিউটন (Newton)।
১৭) শব্দের বেগ সবথেকে বেশি কোন মাধ্যমে?
উঃ কঠিন মাধ্যমে (Solid)।
১৮) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
উঃ টাংস্টেন (Tungsten)।
১৯) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড।
২০) মহাকাশচারীরা আকাশকে কেমন রঙের দেখেন?
উঃ কালো।
২১) বস্তুর ভর ও ওজনের মধ্যে কোনটি ধ্রুবক (Constant)?
উঃ ভর (Mass)।
২২) গাড়ির হেডলাইটে কোন দর্পণ (Mirror) ব্যবহার করা হয়?
উঃ অবতল দর্পণ (Concave Mirror)।
২৩) ‘E = mc²’ সূত্রটি কার?
উঃ আলবার্ট আইনস্টাইন।
২৪) জলের ঘনত্ব (Density) কত তাপমাত্রায় সবথেকে বেশি হয়?
উঃ ৪ ডিগ্রি সেলসিয়াস (4°C)।
২৫) বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কী?
উঃ ব্যারোমিটার (Barometer)।
২৬) নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
উঃ জেমস চ্যাডউইক।
রসায়ন (Chemistry)
২৭) লাফিং গ্যাস (Laughing Gas)-এর রাসায়নিক নাম কী?
উঃ নাইট্রাস অক্সাইড (N₂O)।
২৮) ভিনিগারে কোন অ্যাসিড থাকে?
উঃ অ্যাসিটিক অ্যাসিড (Acetic Acid)।
২৯) পর্যায় সারণীর (Periodic Table) জনক কাকে বলা হয়?
উঃ দিমিত্রি মেন্ডেলিফ।
৩০) কোন ধাতুকে ‘কুইক সিলভার’ (Quicksilver) বলা হয়?
উঃ পারদ (Mercury)।
৩১) সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন একটি অধাতুর নাম কী?
উঃ ব্রোমিন (Bromine)।
৩২) অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উঃ কার্বন ডাই অক্সাইড (CO₂)।
৩৩) সোডা ওয়াটার বা কোল্ড ড্রিংকস-এ কোন অ্যাসিড থাকে?
উঃ কার্বনিক অ্যাসিড।
৩৪) সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উঃ হাইড্রোজেন।
৩৫) পিতল (Brass) কোন কোন ধাতুর মিশ্রণ?
উঃ তামা (Cu) ও দস্তা (Zn)।
৩৬) কস্টিক সোডার রাসায়নিক নাম কী?
উঃ সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH)।
৩৭) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
উঃ ফরমিক অ্যাসিড।
৩৮) প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কী মেশানো হয়?
উঃ সালফার (এই পদ্ধতিকে ভালকানাইজেশন বলে)।
৩৯) ভারী জলের (Heavy Water) সংকেত কী?
উঃ D₂O (Deuterium Oxide)।
৪০) তেজস্ক্রিয়তা (Radioactivity) কে আবিষ্কার করেন?
উঃ হেনরি বেকেরেল।
Read this- সেরা ৪০টি Static GK প্রশ্ন ও উত্তর (Part-1)
শেষকথা
General Science বা সাধারণ বিজ্ঞান হলো এমন একটি বিষয় যেটা একটু বুঝলে সহজেই ফুল মার্কস তোলা যায়। মুখস্থ করার চেয়ে বোঝার ওপর বেশি জোর দিন। আমাদের এই সেরা ৪০টি General Science Static GK (Part-2) আপনার রিভিশনের জন্য তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন অথবা বুকমার্ক করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করলে সাফল্য আসবেই।
আরও GK পড়ুন
- নোবেল পুরস্কার প্রশ্ন উত্তর Read →
- পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ Read →
- গ্র্যামি পুরস্কার 2024 প্রশ্ন উত্তর Read →
- কোন ফলে কোন ভিটামিন থাকে Read →
- ভারতের বৃষ্টিপাত এবং জলবায়ু প্রশ্ন উত্তর Read →
- বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্যসমূহ তালিকা Read →
- ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় প্রশ্ন উত্তর Read →
- পৃথিবীর প্রধান মরুভূমি এবং পৃথিবীর বিখ্যাত মালভূমি তালিকা Read →
- মেঘ কাকে বলে? বিভিন্ন ধরনের মেঘের অবস্থান, মেঘের নাম ও মেঘের বৈশিষ্ট্য Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
