Social Media Facebook Bangla Essay: এটি একটি আপডেটেড সোশ্যাল মিডিয়া বাংলা প্রবন্ধ রচনা। আর হ্যাঁ বন্ধুরা, শুধু ফেইসবুকই সোশ্যাল মেডিয়া নয় আরও যেমন রয়েছে Reddit, Instagram এবং Quora।

ফেসবুকের সুফল ও কুফল বাংলা রচনা
ভূমিকা:
নিত্যনতুন বিজ্ঞানের আবিষ্কারে পৃথিবী আজ সৃষ্টি- চঞ্চল। পৃথিবীর একপ্রান্ত থেকে আর-একপ্রান্ত পর্যন্ত যোগাযোগের অন্যতম আধুনিকতম মাধ্যমের নাম হল ফেসবুক (Facebook)। স্বল্প সময়ের মধ্যে, স্বল্প খরচে কেবল দেশ নয়, বিদেশের নানা প্রান্তের নানা মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, বন্ধুত্ব করা, আলাপচারিতা, কথাবার্তার বলার এক আশ্চর্য মাধ্যম হল এই ফেসবুক। যত দিন যাচ্ছে ততই এই ফেসবুক ব্যক্তির গণ্ডির সীমা ছাড়িয়ে সামাজিক, রাজনৈতিক জনমত গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ফেসবুক: সৃষ্টি ও ব্যবহার:
ফেসবুকের উদ্ভব হয়, 2004 খ্রিস্টাব্দে ৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে (Menlo Park)। এর প্রতিষ্ঠাতারা হলেন—মার্ক জুকেরবার্গ এডুয়ারডো সাভারিউ, অ্যান্ড্রুয়ও ম্যাককলীম ডাসটিন মসকোটিক এবং ক্রিস হিউজ।
এঁরা একটি নিয়ম বেঁধে দিয়েছেন ঠিকই যে, ফেসবুক ব্যবহারকারীর বয়স অন্তত 18 বছর হতে হবে। তবে বয়সের প্রমাণ দাখিলের কড়াকড়ি নেই বলে, যে-কেউ এই ফেসবুক ব্যবহার করতে পারছে। 2814 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত 1.28 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেছেন। আর এখন এই সংখ্যা আশাতীতভাবে ক্রমশ বেড়েই গিয়েছে।
এশিয়ার প্রথম হায়দরাবাদ শহরে 2010 খ্রিস্টাব্দে ফেসবুক প্রবর্তিত হয়। 2013 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আমেরিকায় 168.8 মিলিয়ন, ব্রাজিলে 68.6 মিলিয়ন, ভারতে 62.6 মিলিয়ন, ইন্দোনেশিয়ায় 51.4 মিলিয়ন, মেক্সিকোতে 40.2 মিলিয়ন। অন্যদিকে চিন, ইরান, পাকিস্তান, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম ইত্যাদি দেশে ফেসবুকের ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে।
ফেসবুকের সুফল:
ফেসবুক আবিষ্কারই হয়েছে মানুষকে নানা সুবিধাদানের জন্য। ফেসবুক বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্র এটি আপন প্রতিভা বিকাশের পরিসরও বটে। ফেসবুকের মধ্য দিয়ে কবিরা কবিতা লিখছেন, গল্পকাররা অণুগল্প লিখে লাইক (Like) কুড়োচ্ছেন। সরাসরি পাঠকদের কমেন্ট (Comment)-ও সৃষ্টিকর্তাদের নতুন করে ভাবাচ্ছে। কেউ নিজের হাতের সৃষ্টিকে পোস্ট করে দিচ্ছেন আবার কেউ বা সমাজে বিভিন্ন স্থানের নানা অনুষ্ঠিতব্য সংবাদকে জনসমক্ষে পরিবেশন করছেন। বিজ্ঞাপন দেওয়ার কাজটিও করে দিচ্ছে ফেসবুক।
এই ফেসবুকের মাধ্যমে আমরা বিশ্বের নানা অজানা দেশ, অজানা তথ্যের সন্ধান পেতে পারি। বিভিন্ন সংবাদমাধ্যমও এই মাধ্যমের দ্বারা নানা সংবাদকে পরিবেশন করছেন। এ ছাড়া, মজার মজার ধাঁধা, সূত্র, অঙ্ক, ছবি, মেসেজ, সৃজনশীল ভাবনার খোরাক আমরা এর মাধ্যমে পেয়ে থাকি।
ফেসবুকের কুফল:
ফেসবুকের যুগান্তকারী সাফল্যের পাশাপাশি কিছু কুফলও নজরে আসছে। অনেক সময় এমন কিছু আপত্তিকর ছবি বা বক্তব্য ‘আপলোড’ হতে দেখা যাচ্ছে, যেগুলি সুস্থ মননের বিকাশের পরিপন্থী। অনেক সময় বহু ফেসবুক প্রোফাইল নকল হয়ে থাকে; তাই আসল মানুষটির যথার্থ পরিচয় পাওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা অনেক সময় আমাদের অমূল্য সময়কে এই ফেসবুকের নেশায় অপচয় করে ফেলি। অতিরিক্ত ফেসবুকচর্চা শিক্ষাজীবনে ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে, সময় নষ্ট হচ্ছে। সুতরাং, বন্ধুত্বই হোক বা সৃজনশীল সৃষ্টি—চোখ-কান খোলা রেখে তবেই ফেসবুক করা উচিত।
উপসংহার:
বর্তমানে ফেসবুকের পরিধি এতই বিস্তৃত যে, ফেসবুককে হাতিয়ার করে সাইবার ক্রাইম-এর ফাঁদে পড়ে যাওয়াও ট্রেন্ড বিচিত্র নয়। অনেক সময় সফটওয়্যার ভাইরাস বা ম্যালওয়ারও ছড়াচ্ছে। তাই ফেসবুক ব্যবহার যেমন যুগান্তকারী, ঠিক তেমনই ঝুঁকিবহুল এবং বিপজ্জনকও বটে। তাই আমাদের সাবধানতা অবলম্বন করাও একান্ত জরুরি।
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
