ডেঙ্গি একটি ভয়াবহ রোগ বাংলা প্রবন্ধ রচনা | Dengue Essay in Bengali

ডেঙ্গি বর্তমানে বিশ্বের অন্যতম আতঙ্কের রোগ। এটি এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণত দিনের বেলায় কামড়ানো এডিস মশার বাহিত ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে জ্বর, মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীর ব্যথা, বমি, ত্বকে লাল দাগ ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তাই আজকের পোস্টে আমরা ডেঙ্গি -একটি ভয়াবহ রোগ বাংলা প্রবন্ধ রচনা উপস্থাপন করলাম যেকোনো পরীক্ষার ক্ষেত্রে বেবহার করা যেতে পারে।

ডেঙ্গি রোগ বাংলা প্রবন্ধ রচনা

ভূমিকা: 

একটি মশা কামড়ালেও যে একজন মানুষের মৃত্যু হতে পারে, আধুনিক যুগে তা ভাবলেও শিহরিত হতে হয়। তবে এমনই দুর্ভাগ্যজনক ঘটনা সম্প্রতি ঘটে চলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক জায়গাতেই। ডেঙ্গির প্রকোপে ইতিমধ্যেই বেশ। কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। শহর তথা গ্রামাঞ্চলেও ডেঙ্গি হয়ে উঠেছে আতঙ্কের বস্তু, এখন সামান্য জ্বর হলেও মানুষ ডেঙ্গির ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। 

প্রধানত পরিবেশের অপরিচ্ছন্নতাই এই রোগ বৃদ্ধির মূল কারণ। এডিস ইজিপ্টি মশার দংশনে ডেঙ্গির সংক্রমণ ঘটে। ম্যালেরিয়ার মতো এটিও একটি মশাবাহিত রোগ। প্রধানত দিনের বেলাতেই এই জাতীয় মশা ঘোরাফেরা করে। সাধারণত ঘরের অন্ধকার কোণে এডিস ইজিপ্টি মশা বসবাস করে। 

এদের 6টি পায়ে সাদা বিন্দু থাকে এবং মাথায় ও পিঠে সাদা উল্কির মতো দাগ দেখতে পাওয়া যায়। যতদিন এই মশার আয়ু থাকে ততদিনই তারা এই রোগের সংক্রমণ ঘটাতে পারে। বাড়ির মধ্যে বা আশপাশে জমে থাকা জলে এই প্রকার মশারা ডিম পাড়ে।

ডেঙ্গি রোগের চার ধরনের ভাইরাস আছে যারা এই রোগের সংক্রমণ ঘটায়। এরা হল – ডেন- 1-, ডেন- 2, ডেন- 3 এবং ডেন- 4 এই চাররকম ভাইরাসের মধ্যে ডেন- 2 ও ডেন- 4 হল অত্যন্ত মারাত্মক, কারণ এই দুটি ভাইরাস আক্রান্ত রোগীর রক্তক্ষরণ ঘটে থাকে।

রোগের লক্ষণ: 

ডেঙ্গির প্রাথমিক লক্ষণ হল হঠাৎ 102° থেকে 103° পর্যন্ত দেহের উত্তাপ বেড়ে যাওয়া। তবে কারও কারও ক্ষেত্রে এই উত্তাপ আরও বেশি হয়। সাধারণত ইনফ্লুয়েঞ্জা’-র সময় যেমন শরীরে ব্যথা হয়, তার থেকেও অনেক বেশি ব্যথা হয় দেহের সর্বাঙ্গে, প্রধানত হাড়ে ও গাঁটে। ডেঙ্গির ফলে রোগীর রক্তে প্লেটলেট সংখ্যা অত্যন্ত দ্রুত কমে যায়। 

Yএছাড়া অন্যান্য যেসব উপসর্গ দেখা যায় সেগুলি হল–শরীরের প্রায় সমস্ত জায়গায় কালো। দাগ, শরীরের নানা স্থান বিশেষত মাড়ি ও চামড়া ফাটা এবং প্রস্রাব ও মলদ্বার দিয়ে রক্ত পড়া। যেসব ডেঙ্গি রোগীর দেহে এই ধরনের রক্তক্ষরণ বৃদ্ধি পায় তাদের অবস্থা মারাত্মক বলে মনে করা হয়। 

এ ছাড়া বমি ও নানারকম অস্বস্তি বোধ হতে থাকে এবং খিদের বোধ একেবারেই থাকে না। কোনো কোনো ক্ষেত্রে এই রোগ লিভারকেও আক্রমণ করে ও তাতে রোগীর লিভারে খুব যন্ত্রণা হয়। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষপর্যন্ত রোগী মারাও যেতে পারে। তবে উপযুক্ত চিকিৎসা হলে রোগীর মৃত্যু আশঙ্কা থাকে না।

আক্রান্তের চিকিৎসা:

আগে বলা লক্ষণগুলি দেখা দিলেই রোগীর রক্তপরীক্ষা করিয়ে রোগীর ডেঙ্গি রোগ হয়েছে কি না । তা সুনিশ্চিত করতে হবে। রক্তপরীক্ষায় ডেঙ্গি প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকের চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির জ্বর ওঠা-নামার চটি তৈরি করে তাকে যথেষ্ট পরিমাণে তাকে জল ও তরল খাদ্য খাওয়াতে হবে এবং রোগের লক্ষণগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তা চিকিৎসককে জানাতে হবে। 

চিকিৎসকের পরামর্শ অনুসারে চলার পরও রোগীর অবস্থার উন্নতি না হলে তাকে হাসপাতালে ভরতি করতে হবে। এই রোগ হলে অবশ্যই তার যথাযথ চিকিৎসা করাতে হবে। অন্যদিকে, ডেঙ্গি একটি মশাবাহিত রোগ হওয়ায় এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদের প্রত্যেকের উচিত যে-কোনো উপায়ে মশার বংশবিস্তার আটকানো এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা। আমাদের বসবাসস্থলের যেসব জায়গায় জল জমে থাকার সম্ভাবনা আছে সেখানে যাতে কোনোরকম জল জমে না থাকে সেই দিকে নজর রাখতে হবে। 

তাই বাড়ির চৌবাচ্চা, ফুলদানি, ডাব বা নারকেলের খোলা, টায়ার ইত্যাদিতে যাতে কোনোভাবেই লাগাতার জল জমে থাকতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে, কারণ এইসব আধারে জমে থাকা জলেই ডেঙ্গির বাহক এডিস মশা ডিম পাড়াতে পারে এবং সেখান থেকেই দ্রুত এই মশারা বংশবিস্তার করে থাকে।

উপসংহার: 

আজকের যুগে এই রোগের কাছে আমাদের অসহায়ভাবে আত্মসমর্পণ করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবার দৈনা আমাদের মধ্যে অস্বাভাবিক আতঙ্ক এনে দেয়। সরকার, জনসাধারণ, পুর ও স্বাস্থ্য কর্মী সকলের আন্তরিক চেষ্টা থাকলে ডেঙ্গি রোগ মহামারির রূপ নিতে পারবে না।

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!