ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা – (20 পয়েন্ট)

ছাত্রজীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়েই গড়ে ওঠে ভবিষ্যতের ভিত্তি, চরিত্র, নীতি ও ব্যক্তিত্ব। তাই ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য নিখুঁতভাবে পালন করা অত্যন্ত জরুরি। আর অনেক পরীক্ষাতেই ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা লিখতে বলা হয়। তাই এখানে শেয়ার করলাম ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা রচনা

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা

ভূমিকা: 

প্রকৃতির অন্যানা অস্তিত্বের মতো মানবসমাজে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা আছে। সেই অর্থে সমাজে ছাত্রদের মূল ভূমিকা নিশ্চয়ই পাঠগ্রহণ। নিস্তরঙ্গা অতীতের শান্ত সমাহিত আরণ্যক পরিবেশে গুরুগৃহে ‘ছাত্রানাং অধ্যয়নং তপঃ’ ছাত্রদের এই ব্রত সত্য ছিল; কিন্তু বর্তমানে সেই পরিবেশ নেই। তাই ব্যস্ত বর্তমান সমাজের অংশ হিসাবে ছাত্রদের সমাজের জন্য কিছু করণীয় থাকে। 

সমাজের সঙ্গে ছাত্রদের সম্পর্ক:

ছাত্রগণ ভিন্ন গ্রহবাসী নয়। তারা এই সমাজের সব থেকে প্রাণধান, সতেজ, বলিষ্ঠত অংশীদার। তারাই ভবিষ্যৎ সমাজের দায়িত্বশীল নাগরিক, সমাজের মেরুদণ্ড। তাই সমাজ যেমন জীবনের প্রস্তুতিপরে ছাত্রদের সর্ববিধ সুযোগ-সুবিধা দানের চেষ্টা করবে তেমনি ছাত্ররাও পুথিগত পাঠ ছাড়াও সমাজসেবার আদর্শে উদ্‌বুদ্ধ হয়ে যেখানে অন্যায়, অবিচার, সামাজিক নিষ্পেষণ চলছে তা দূরীভূত করার সংগ্রামে ঝাপিয়ে পড়বে।

ভারতবর্ষের ছাত্র ও সমাজ: 

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতের ছাত্রসমাজের এক চিরউজ্জ্বল অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। প্রকৃতির রুদ্ররোষে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা বিভিন্ন রাজনৈতিক ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির ফলে ক্ষতিগ্রস্ত, আর্ত, পীড়িত মানুষদের তারা জীবনপণ সেবা সান্ত্বনা দিয়েছে। একদা আদর্শবোধের দ্বারা উদ্দীপ্ত এইসব ছাত্রসমাজের ভূমিকা আজ উপেক্ষিত। স্বার্থান্বেষী, দুর্নীতিপরায়ণ পরিবেশ ইত্যাদি বিভিন্ন কারণে তাদের অধিকাংশই আজ বিপথগামী। ছাত্রসমাজের এই অবক্ষয় রোধে তাদের সামাজিক দায়িত্ব সম্বন্ধে সচেতন করা একান্ত জরুরি। 

ছাত্রসমাজের সামাজিক দায়িত্ব ও কর্তব্য :

A. সেবাপরায়ণতা: 

জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই নিহিত আছে শিক্ষার সার্থকতা। অল্পবয়সি ছাত্রদের গতিশীল, স্বার্থচিন্তা ও বৈষয়িক চিন্তাহীন নিঃস্বার্থপরতা ও সেবাধর্মে উদ্বুদ্ধ হতে হবে। এইভাবে ছাত্রমনে সেবাধর্মী পবিত্র আদর্শবোধ চিরস্থায়ী আসনলাভে তাদের এক সংবেদনশীল নাগরিকে পরিণত করবে।।

B. পরিচ্ছন্নতা: 

সুনাগরিক হতে হলে ছাত্রজীবনের শুরুতেই পরিচ্ছন্নতাবোধের অনুশীলন করতে হবে। এতে তাদের পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমনি তাদের এই পরিচ্ছন্নতাবোধ তাদের পরিচ্ছন্ন চরিত্রগঠনের সহায়ক হবে। 

C. নিরক্ষরতা দূরীকরণ:

স্বাধীনতার ছয় দশকেরও বেশি অতিক্রান্ত করেও আজও ভারতের প্রায় একতৃতীয়াংশ মানুষ নিরক্ষর। পৃথিবীর জ্ঞানভাণ্ডার থেকে বর্ণিত এইসব হতভাগা, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ছাত্ররাই শিক্ষার আলোতে আনবে। এইসব শিক্ষায় চেতনাহীন, বর্ণিত মানুষদের মুখর করে তোলার দায়িত্ব অবশ্যই ছাত্রদের গ্রহণ করতে হবে। 

D. পিতা-মাতা, পরিজনদের প্রতি দায়িত্ব:

পরিবারে সর্বাগ্রে বাবা ও মা’র প্রতি ছাত্রদের ঋণের শেষ নেই। সেই সঙ্গে পরিবারের অন্যরাও তাদের সযত্ন পরিচর্যায় ছাত্রছাত্রীদের জীবন গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে থাকেন। সে জন্য পড়াশুনোর সাথে সাথে প্রতিটি ছাত্রছাত্রীদের সংসারের সকল কাজে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। 

E. সংগঠন: 

একসঙ্গে মিলে ছাত্রদের অনেক কাজ করতে হয়। একক জীবন বিচ্ছিন্ন। খেলাধুলা করা, বিদ্যালয়ে ও সমাজে বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করা, নাটক করা ইত্যাদি কাজে ছাত্রদের সংগঠিত অনুশীলন একান্ত কর্তব্য।

E. অন্যান্য কাজ: 

ভবিষ্যতের দায়িত্ববান নাগরিকত্ব অর্জন করতে হলে ছাত্রছাত্রীদের নিয়মিত বিভিন্ন মনীষীদের জীবনকথা ও অনুকরণীয় আদর্শের লিপিকা পড়তে হবে। এইভাবে সবদিকে সমস্ত কর্মে বিভিন্ন আদর্শবোধ সম্পন্ন কর্ম দ্বারা ছাত্রছাত্রীরা নিজেদের সুনাগরিক হিসাব গড়ে তোলার প্রয়াস পাবে।

উপসংহার: 

শুধুমাত্র পুথিগত শিক্ষার দ্বারা উচ্চ নম্বর প্রাপ্তির আকাক্ষায় স্বার্থপর জীবনাচরণে নয়, মনুষ্যত্বের মহিমায়, উন্নত হৃদয়বোধের মাপকাঠিতে, লোকসেবার মহত্তম দৃষ্টান্তে ছাত্রদের জীবন আদর্শবোধে উদ্দীপ্ত হবে। তারা ভবিষ্যতের সুনাগরিক হবে। তবেই উপকৃত হবে দেশ, সমাজ, জাতি। দেশবাসীর কল্যাণ আশিসে তাদের জীবন হবে সার্থক। নির্ভীক সমাজসেবী এইসব পরাগত প্রাণ ছাত্রদের মন্ত্র হোক-

‘উদয়ের পথে শুনি কার বাণী

ভয় নাই, ওরে ভয় নাই, 

নিঃশেষে প্রাণ, যে করিবে দান

ক্ষয় নাই, তার ক্ষয় নাই।”

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!