বইপড়া বাংলা রচনা 20 পয়েন্ট | বই পড়া অনুচ্ছেদ রচনা

বইপড়া রচনা (বই পড়া অনুচ্ছেদ রচনা) এটিও একটি খুবই গুরুত্বপুর্ণ রচনা হতে পারে তোমরা যারা স্কুলে পড়ছো তাদের জন্যে। আমি এই বইপড়া রচনাটি ক্লাস 10 এর বই থেকে নিয়েছি। এই বইপড়া বাংলা প্রবন্ধ রচনা (বই পড়া অনুচ্ছেদ রচনা) ভালো করে পড়লে অবশ্যই এইরকম আরও অনেক রচনা লিখতে পারবে।

বইপড়া রচনা – বই পড়া অনুচ্ছেদ রচনা

ভূমিকা:

জ্ঞান ও ভাবের রত্নভাণ্ডার বই। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ত্রিবেণীসঙ্গম ঘটেছে বই-এর মধ্যে। হৃদয়ের তৃষ্ণা ও ভাবসম্পদের মনীষার সাধনক্ষেত্র। নিরক্ষরকে অন্ধকার থেকে আলোয় উত্তরিত করা: জাতীয় ঐতিহ্যকে, তার আর পরিচয়’ কে সম্যকভাবে সর্বজনীন করার সহায়ক হল বই। ‘বেদ‘-এর মধ্য দিয়ে যার পথ চলা শুরু, জনগণকে শিক্ষিত করার দায়িত্ব এখন এই বই-এর ওপরেই।

বই ও বিনোদন:

মানুষের জীবন কর্মময়। কিন্তু অবসরও কম নয়। এই অবসর সময়কে অপব্যবহার না করে, বৃদ্ধা সময় ব্যয় না-করে: বইপড়ার মাধ্যমে নির্বাহ করার মধ্যে তার সার্থকতা নিহিত থাকে। জীবনের সময় সীমিত কিন্তু জানার পরিধি অপরিসীম। সেই অজানাকে জানার মাধ্যম বই। প্রাত্যহিক জরুরি ও অতিপ্রয়োজনীয়, কার্যসম্পাদন যেমন আবশ্যিক, তেমনই জ্ঞানাহরণও অবশ্য কর্তব্য। এই পাঠ্যাভ্যাসকে নিয়মিত চর্চার মধ্যে নিবদ্ধ রাখতে পারলে বিনোদন ও জ্ঞানার্জন দুই-ই সমানভাবে চলতে পারে।

বই জ্ঞানভান্ডার:

ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিষয় নিহিত থাকে এই বই-ভাণ্ডারে। বিভিন্ন রুচির মানুষ বিভিন্ন বিষয়ে আসর। বই-এর মধ্যে সব জ্ঞান পিপাসার সুধারস যেমন নিহিত থাকে, তেমনই তা মানুষের মনুষ্যত্ব বিকাশের সহায়ক। তাই বইকে এককথায় বহুমুখী জ্ঞানের ভাঙার বলা যায়। অবসর সময়ে এই বইকে সঙ্গী করতে পারলে তবেই তা যেমন জ্ঞানবৃদ্ধির সহায়ক হবে ঠিক তেমনই বিনোদনের প্রয়োজনও মেটাবে।

বই আনন্দবিকাশ ও সমস্যা সমাধানের উপকরণ:

শরীরকে পুষ্ট রাখতে, নীরোগ রাখতে যেমন উপযুক্ত খাদ্য ও সুষম আহারের প্রয়োজন, তেমনই মনের আনন্দবর্ধনের জন্য দরকার বই। মানসিক অবসাদ বা প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভালো বই যথেষ্ট সহায়ক। তা ছাড়া জটিল পরিবেশ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ যখন সমাধানের পথ খোঁজে : তখন অনেক বই এবং বই-এর মধ্যে লেখকের সুচিন্তিত মতামত তাকে সমস্যার কুহকজাল থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। শেকসপিয়র বা রবীন্দ্রনাথকে লেখা পাঠক-পাঠিকার অনেক চিঠি এ ব্যাপারে সাক্ষ্য বহন করে। 

শিক্ষাবিস্তারের মাধ্যম:

আমাদের দেশ এখনও সাক্ষরতার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। সার্বিক সাক্ষরতা প্রসারে বই-ই একমাত্র মাধ্যম। পরিস্থিতির চাপে, গরিব, নিঃস্ব মানুষ অবদমিত জ্ঞানাঙ্ক্ষাকে গলা টিপে নিস্তেজ করে রাখে। উপযুক্ত পরিবেশ ও অনুকূল পরিস্থিতির সহায়তা পেলে এইসব মানুষ তাদের কামনা-বাসনাকে চরিতার্থ করতে সক্ষম হয়। 

> বইকে তাদের অবসরকালীন সঙ্গী করাতে পারলে তা যেমন:

শিক্ষাবিস্তারে সহায়ক হবে ঠিক তেমনই তার উদ্‌বৃত্ত সময়কে ব্যবহার করে বিনোদন লাভ করবে। 

বিনোদনের সহায়ক গ্রন্থাগার:

প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য দুর্মূল্য বইকে উপযুক্তভাবে সংরক্ষণে প্রশ্নাগারের বিশেষ ভূমিকা আছে। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত অনন্ত জ্ঞানপ্রবাহের যে স্রোতধারা নিত্য বহমান তার স্বাদ একমাত্র দিতে পারে এই প্রস্থাগার। উচ্চশিক্ষা থেকে গবেষণা এমনকি সাক্ষরতা সহায়ক বই-এর বিপুল সম্ভার থাকে এখানে। জ্ঞানের কৌতূহল নিবৃত্তিতে যেমন এর প্রয়োজন তেমনই বিনোদনের শ্রীক্ষেত্রও লাইব্রেরি অত্যন্ত প্রয়োজনীয়।

বই ও বন্ধু:

বিভিন্ন মনীষীদের মতে শুধু শিক্ষা বিস্তার বা বিনোদনের সহায়ক হিসাবে বই কার্যকরী ভূমিকা নেয় না। একটি বই অনেক জন বন্ধুর ভূমিকা একত্রে পালন করে। একটি বই বিশ্বের দরবারকে খুলে দেয় পাঠকের সামনে, বিশ্বকে সহজে চিনতে, জানতে, আত্মস্থ করতে এটি একটি ভালো বন্ধুর মতোই কাজ করে। যদু যেমন সবসময়ের সঙ্গী হয় ঠিক তেমনই বইকে সর্বদা কাছে রাখলে সেটিও ভালো বন্ধু হয়ে উঠতে পারে।

বর্তমান যুগে বইপড়া:

বর্তমান যুগে আধুনিকতার অগ্রগতি যত বেড়েছে। ততই বর্তমানে মানুষের মধ্যে ইনটারনেটের ব্যবহারের চল তত বৃদ্ধি পেয়েছে। বর্তমান যুগে মানুষ তার অবসর যাপনের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বেশি। বলে বইপড়া, বই কেনা কমে গেছে। তার ফলে আধুনিক যুবসমাজে বই না-পড়ার একটা নেতিবাচক প্রভাব পড়ছে। যা বর্তমান যুবসমাজকে এক ধরনের নৈতিক যুবসমাজের সম্মুখীন করছে।

উপসংহার: 

বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি‘— এই আপ্তবাক্যে জ্ঞান পিপাসার তীব্রতার কথাই বলা হয়েছে। একটি বই যা বাড়িতে বা গ্রন্থগারে সহজলভ্য তা একাধারে শিক্ষাবিস্তার, বিনোদন, জ্ঞানপিপাসা নিবারণে সক্ষম। আধুনিক যুগে বই-এর বিকল্প হিসেবে বৈদ্যুতিন নানা মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সেখানে বিনোদন বাণিজ্য নির্ভর। বই- এর পরিপূরক হিসেবে তা কখনও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া বই-এর মধ্য দিয়ে যেমন পাঠ্য ও পাঠকের মধ্যে এক হার্দিক সম্পর্ক গড়ে ওঠে অন্য মাধ্যমে তা সম্ভব নয়। তাই বই একমাত্র শ্রেষ্ঠ বিনোদন মাধ্যম।

আরও পড়ুন

  • বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
  • নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
  • রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
  • ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
  • করোনাকালে অনলাইন শিক্ষা Read →
  • YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
  • ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
  • প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
  • বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
  • বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
  • তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
  • ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
  • একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
  • মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
  • বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
  • করোনা ভাইরাস বাংলা রচনা Read →
  • সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →
  • বইপড়া বাংলা রচনা Read →

Leave a Comment

error: Content is protected !!