ড. এ. পি. জে. আবদুল কালাম ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, চিন্তাবিদ এবং জনপ্রিয় রাষ্ট্রপতি। তাঁর জন্ম ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাডুর রামেশ্বরমে এক সাধারণ মৎস্যজীবী পরিবারে। তাই আজকের পোস্টে শেয়ার করলাম বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা যা যেকোনো পরীক্ষায় বেবহার করা সম্ভব।

এ পি জে আব্দুল কালাম প্রবন্ধ রচনা | বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা
“যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও,
তাহলে নিজেকে আগে সূর্যের মতো সদ্য করো।”
ভূমিকা:
গত শতকের প্রথমার্ধে তামিলনাড়ুর রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রামে এক মা তাঁর সাত ছেলেমেয়ের জন্য শুধু ভাত রাঁধতেন। কিন্তু ছোট ছেলেটির জন্য তৈরি করতেন কয়েকটা বৃষ্টি, যাতে পড়ার সময় তার খিদে না পায়। নামমার পুঁজি থেকে কিনতেন কেরোসিন তেল, যাতে ছেলেটির রাজের পড়ায় ব্যাঘাত না ঘটে। আর স্বপ্ন দেখতেন যে, তাঁদের বাড়ির কাছে আছে যে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্রকেও ছাপিয়ে যাবে তাঁর ছেলেটির নামডাক। সমুদ্রের কোল ঘেঁষে ছোটো একটি গ্রামে লালিত সেই স্বপ্নেরই নাম আবুল পাকির জয়নুল আবদিন আবদুল কালাম।
ছেলেবেলা:
কালামের জন্ম হয়েছিল রামেশ্বরমের এক অত্যন্ত দরিদ্র পরিবারে। তাঁর বাবা জয়নুল আবদিন ছিলেন সাজীবী। হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে রামেশ্বরম এবং ধনুষকোড়ির মধ্যে নৌকা পারাপার করেও তিনি অর্থ উপার্জন করতেন। এই অভাবের সংসারে কালামকে স্কুলে পড়ার সময়ে কিছু অর্থ রোজগারের জন্য বাড়ি বাড়ি কাগজ বিক্রি করতে হত।
উচ্চশিক্ষা:
রমানাথপুর ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বিদ্যালয়শিক্ষা শেষ করে কালাম ভরতি হন তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজে। 1954 সালে সেখান থেকে স্নাতক হয়ে তিনি যান দের নিয়ে। সেখানে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন।
কর্মজীবন:
1960 সালে আবদুল কালাম ডিফেন্স রিসার্চ অ্যাও ডেভেলপমেন্ট অরগানাইজেশনের অধীনস অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট অসূস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এই সময়ে তিনি ভারতের প্রবাদপ্রতিম মহাকাশবিজ্ঞানী বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান প্রমুখের সান্নিধ্যে আসেন। 1963-64 সালে নাম একবারই কালাম গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। 1969 সালে আবদুল কান্নাম যোগ দেন ইসরোতে।
প্রথন ভারতীয় মহাকাশ উৎক্ষেপণযান সরি প্রকল্প আধিকারিক ছিলেন স্বয়ং কালাম। কৈশোরে বিমানচালক হওয়ার স্বপ্ন দেখা আবদুল কালাম হয়ে উঠেছিলেন ভারতের “মিসাইল ম্যান‘। ভারত সরকার তাঁর নেতৃত্বেই আশির দশকে সংহত লেপার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। অগ্নি, পৃথ্বী ইত্যাদি তারই সফল সৃষ্টি। 1992 থেকে 1999 পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান বিষয়ক পরামর্শদাতা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র সচিব। ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছিল যে পোখরান বিস্ফোরণ, তারও মূল কারিগর ছিলেন তিনিই।
রাষ্ট্রপতি কালাম:
2002 সালের 25 জুলাই পরবর্তী পাঁচ বছরের জন্য আবদুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। তিনি প্রথা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দরজা খুলে দিয়েছিলেন সকলের জন্য, বিশেষত বাচ্চাদের জন্য।
শিক্ষক কালাম:
শুধু বিজ্ঞানী নন, কালাম ছিলেন আদর্শ শিক্ষকও। তাই রাষ্ট্রপতির মেয়াদ শেষ করে কালাম ফিরে যান অধ্যাপনায়। শিলং, ইন্দোর এবং আমেদাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আন্না বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে তিনি নিয়মিত পড়াতেন। 2015-এর 27 জুলাই শিলংয়ের এক শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আবদুল কালাম।
উপসংহার:
‘ভারতরত্ন‘ কালাম তাঁর বিজ্ঞানসাধনার দ্বারা দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস ও শক্তির শিখরে। তাঁর জীবন দেশবাসীর কাছে হতে পারে চিরন্তন প্রেরণা। “ঘুমের মধ্যে যা আমরা দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা আমাদের জাগিয়ে রাখে। শিখিে গিয়েছেন আবদুল কালাম !
আরও পড়ুন
- বৃক্ষচ্ছেদন ও তার প্রতিকার Read →
- নবজাগরণের পথে বাংলার লোক সংস্কৃতি Read →
- রক্তদান জীবনদান প্রবন্ধ Read →
- ফেসবুক : সোশ্যাল মিডিয়া রচনা Read →
- করোনাকালে অনলাইন শিক্ষা Read →
- YouTube-এর গুরুত্ব, সুফল, কুফল Read →
- ডেঙ্গি একটি ভয়াবহ রোগ Read →
- প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্রসমাজ Read →
- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? বিজ্ঞানের অশুভ দিক এবং শুভঃ দিক গুলি Read →
- বিজ্ঞান ও কুসংস্কার বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় কবি বাংলা প্রবন্ধ রচনা Read →
- মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা Read →
- তোমার প্রিয় চলচ্চিত্র : পথের পাঁচালী বাংলা প্রবন্ধ রচনা Read →
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য বাংলা প্রবন্ধ রচনা Read →
- একজন আদর্শ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা রচনা Read →
- মোবাইল ফোন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিশ্ব উষ্ণায়ন বাংলা প্রবন্ধ রচনা Read →
- বিজ্ঞানী আবদুল কালাম বাংলা রচনা Read →
- করোনা ভাইরাস বাংলা রচনা Read →
- সাহিত্যপাঠের মূল্য বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →
- বইপড়া বাংলা রচনা Read →

HelpNbuExam বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নির্ভুল এবং কোয়ালিটি স্টাডি মেটিরিয়াল প্রদান করে আসছি। আমাদের লক্ষ্য হলো সহজ বাংলা ভাষায় জটিল বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, যাতে প্রতিটি ছাত্রছাত্রী তাদের সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে পারে। WBCS, SSC, এবং রেলওয়ে পরীক্ষার লেটেস্ট আপডেট এবং স্ট্র্যাটেজির জন্য আমাদের সাথে থাকুন।
