Breaking

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
WhatsApp Channel Join Now
 

রবিবার, ৪ জুন, ২০২৩

50+ বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর [Set-3] PDF (Syllabus Based) - HelpNbuExam

​আর কিছু দিনের ভেতরেই তো হতে চলেছে বন সহায়ক ইন্টারভিউ 2023 (Bana Sahayak Interview) তাই আমরা সেই বিষয় কে মাথায় রেখে আজকে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ন বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর (Bana Sahayak Interview Questions and Answers)। আমাদের আজকের দেওয়া এই বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর 2023 (Bana Sahayak Interview Question Answers) তোমাদের অনেক বেশি হেল্প করবে।

এখানে আমরা 30 টি প্রশ্ন উত্তর দিলাম এবং বাকি 20 টি প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ ফাইলে পেয়ে যাবে। মানে মোট 50 টি বন সহয়ক ইন্টারভিউ প্রশ্ন উত্তর থাকবে PDF ফাইলে তাই অবশ্যই BSK Interview Questions PDF Download করে নিবে। চলো এখন দেখে নেই।1

50+ বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর 2023 [Set-3] PDF
বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন উত্তর

বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর 2023 [Bana Sahayak Interview GK in Bengali]


1. সবথেকে বেশি ভিটামিন C সমৃদ্ধ ফলের নাম লেখো?

Ans: কমলালেবু।

2. সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালের পুরস্কার পান?

Ans: 1984 সালে।

3. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?

Ans: আসাম।

4. কতগুলি ক্ষেত্রে নোবেল (Nobel) পুরস্কার দেওয়া হয়?

Ans: 6 টি।

5. কেন্দ্রীয় আখ গবেষণাগার ভারতের কোন জায়গায় অবস্হিত?

Ans: লাখনৌ।

6. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?

Ans: ছত্তিশগড়।

7. সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে?

Ans: আর্যভট্ট।

8. কাবিনি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: কৰ্ণাটকে।

9. তামার সঙ্গে কোন ধাতু মেশালে পিতল পাওয়া যায়?

Ans: দস্তা।

10. কয়েকটি অর্থকরী ফসলের নাম লেখো- 

Ans :- রেশম, তুলা, পাট ইত্যাদি।


11. ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকারক রাজ্য কোনটি?

Ans: ঝাড়খন্ড।

12. ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?

Ans: বল্লভ ভাই প্যাটেল।

13. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি?

Ans: পাট শিল্প।

14. Vitamin-E এর রাসায়নিক নাম লেখো?

Ans: টোকোফেরল।

15. বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি?

Ans: কার্বন ডাই অক্সাইড এবং মিথেন।

16. কত ডিগ্রি তাপমাত্রায় সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয়?

Ans: 35°C.

17. কোন আন্দোলনের পর মহাত্মা গান্ধী জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলো?

Ans: অসহযোগ আন্দোলন।

18. প্রাকৃতিক রাবার কে শক্ত করতে কি মেশানো হয় থেকে?

Ans: সালফার।

19. পশ্চিমবঙ্গে কোন কোন ধরণের মৃত্তিকা (মাটি) পাওয়া যায়?

Ans:- পলি, পডজল মৃত্তিকা ইত্যাদি।

20. কয়েকটি বাগিচা ফসলের উদারহন দেও-

Ans: কফি, চা, রবার ইত্যাদি।


21. ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ টি কোনটি?

Ans: শাল গাছ।

22. সেন্ট্রাল বি রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত?

Ans:- পুনে (Pune)।

23. পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: মধ্যপ্রদেশ।

24. কাজিরাঙা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: অসম রাজ্যে।

25. সমুদ্রের জলে উপস্থিত প্রধান লবণ টিকে কি বলে?

Ans: সোডিয়াম ক্লোরাইড।

26. Greate Salt Lake কোন দেশে অবস্থিত?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র (Uk)।

27. কসারগড় কফি গবেষণা কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: কেরালা।

28. ভারত কোন কোন দেশে কয়লা এক্সপোর্ট (Export) করে?

Ans: মায়ানমার, বাংলাদেশ এবং নেপাল।

29. বাবলা কোন জাতের উদ্ভিদ?

Ans: বাবলা হল ক্রান্তীয় মরু এবং গুল্মজাতীয় উদ্ভিদ।

30. কাস্পিয়ান হ্রদ এর বিস্তৃতি কোন কোন দেশ গুলিতে রয়েছে?

Ans: ইরান, কাজাখস্তান, রাশিয়া।

Download BSK Interview Questions PDF

নিচে দেওয়া লিংকে ক্লিক করে 25 সেকেন্ড অপেক্ষা করতে হবে, 25 সেকেন্ড পার হয়ে গেলে আবারো একবার Download বোতামে ক্লিক করতে হবে। 
Download PDF

উপসংহার:

অবশ্যই আজকের দেওয়া বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন উত্তর 2023 (Bana Sahayak Interview Questions with Answers 2023) গুলি মনোযোগ সহকারে পড়বে। কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে তোমাদের 2023 এর বন সহায়ক ইন্টারভিউ'য়ের জন্যে। 

আমাদের কাজকে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবে আমাদের অফিসিয়াল WhatsApp এবং Telegram গ্রুপে যুক্ত হতে পারো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন